রঞ্জি ট্রফিতে নামতে চলেছেন রোহিত শর্মা, রাহানের নেতৃত্বে ঘোষিত হলো মুম্বইয়ের নয়া স্কোয়াড !! 1

অবশেষে ঘরোয়া ক্রিকেটে নামতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের তারকা ওপেনার ব্যাটসম্যান তথা ভারতীয় দলের ওডিআই এবং টেস্ট ফরমেট এর অধিনায়ক রোহিত শর্মা দীর্ঘ ১০ বছর পর মুম্বাইয়ের জার্সিতে তার ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে চলেছেন। গত শনিবার প্রেস কনফারেন্স থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড প্রকাশ করেছেন অধিনায়ক রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগারকর। প্রেস কনফারেন্সে প্রধান নির্বাচক আগারকার জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটে ছুটি থাকলে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে হবে ভারতীয় খেলোয়াড়দের। এবার থেকে সিনিয়র খেলোয়াড়দের জন্যেও এই নিয়মটি প্রযোজ্য। আসলে গত বছর থেকে বিশেষ খেলোয়াড়দের জন্য ঘরোয়া ক্রিকেট খেলার যে আদেশ দিয়েছিল তাই এবার নিয়মমাফিক করতে চলেছে বিসিসিআই।

ফর্মের সঙ্গে লড়াই করছেন রোহিত

Rohit Sharma, ind vs aus
Rohit Sharma | Image: Getty Images

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারতের পারফরমেন্স ছিল খুবই সাধারণ। যার ফলে দলের মস্ত বড় পরাজয়ের কোপ এসেছে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিদের (Virat Kohli) উপর। বিশেষ করে ক্যাপ্টেন রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে পাঁচ ইনিংসে কেবলমাত্র ৩১ রান বানাতে সক্ষম হয়েছিলেন। তার এই চরম ব্যর্থতার পরে অবশেষে ঘরোয়া ক্রিকেটে ফিরতে দেখা যাচ্ছে হিটম্যানকে। ভারতীয় দল ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে চলেছে যার পরেই মেগা ইভেন্টের জন্য ভারত উড়ে যাবে দুবাইতে। যেখানে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে।

২০২৪ সালে রোহিত শর্মা ১৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২৬ ইনিংসে রোহিতের ঝুলিতে ছিল মাত্র ৬১৯ রান। এমনকি দীর্ঘ ৫ বছর পর রোহিতের টেস্ট গড়ে আমূল পরিবর্তন দেখা দিয়েছিল। ২০২৪ সালে তার গড় ছিল মাত্র ২৪.৭৬। এবার ফর্মে ফিরতে রোহিত খেলছেন রঞ্জি ট্রফি। ১০ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নামছেন তিনি! অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে মুম্বইয়ের দলে নাম লেখালেন হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তাই তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে দেখতে পাওয়া যাবে না। তাই নিজেকে ঝালিয়ে নিতে রঞ্জি ট্রফিতে নাম লেখালেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে ফিরলেন রোহিত

Rohit Sharma, ind vs aus
Rohit Sharma | Image: Getty Images

বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের রঞ্জি স্কোয়াড। সেই দলে রয়েছেন রোহিত ও যশস্বী দুজনেই। কিছুদিন আগেই রোহিত মুম্বইয়ের নেটে নেমে অনুশীলন করেছিলেন। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা উপলক্ষে সাংবাদিক বৈঠক হয়েছিল। তখন সেই বৈঠকে রোহিতকে রঞ্জি ট্রফি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রঞ্জি ট্রফি ম্যাচের জন্য তিনি উপলব্ধ থাকবেন। তিনি বৈঠকে জানিয়ে দেন, “আমি পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচের জন্য উপলব্ধ থাকবো।” আগামী ২৩ জানুয়ারি থেকে মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে রাহানের নেতৃত্বে রোহিত খেলবেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে।

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের রঞ্জি টিম:

অজিঙ্কা রাহানে (C), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, আয়ুষ মাত্রে, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, হার্দিক তামোরে (WK), আকাশ আনন্দ (WK), শ্যামস মুলানি, শার্দূল ঠাকুর, সিধেশ লাড, তনুশ কোটিয়ান, রয়স্টন ডায়াস, হিমাংশু সিং, মোহিত আওয়াথি, সিলভেস্টার ডিসুজা ও কর্শ কোঠারি।

Read Also: Rohit Sharma: সুর বদল BCCI-এর, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তান যাচ্ছেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *