৩৭ বছর বয়সে পা দিয়েছেন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সদ্য বিশ্বকাপ জয় করে রোহিত ভারতীয় দলের কিংবদন্তি অধিনায়ক কপিল দেব (Kapil Dev) ও এমএস ধোনির (MS Dhoni) পর নিজেকে শামিল করলেন। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হলো ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কি আদেও খেলতে পারবেন ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ ?
২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন রোহিত
প্রসঙ্গত, রোহিত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন এবং ওডিআই ও টেস্ট ফরম্যাটের দিকেই বেশি করে মনোনিবেশ করতে চাইছেন তিনি। ২০২৭ সালের বিশ্বকাপের আগে পর্যন্ত ভারতকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে হবে। গৌতম গম্ভীরের কোচিংয়ে ও রোহিতের নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যাতিত বাঁকি টুর্নামেন্ট গুলি খেলতে চলেছে।
Read More: Rohit Sharma: দিন ফুরোচ্ছে রোহিত শর্মা’র, টেস্ট ও ওডিআই দলের নেতৃত্ব পাবেন MS ধোনির উত্তরসূরি !!
আর এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন মুখ্য নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma) ক্যাপ্টেন রোহিতকে নিয়ে করলেন বড় খোলাসা। চেতন যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক ছিলেন তখন ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আগেও রোহিতের বড় প্রশংসা করেছিলেন চেতন, তবে এবার তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রোহিত শর্মার ২০২৭ সালের বিশ্বকাপ খেলা উচিত।
রোহিতকে ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে দেখতে চান চেতন
কিংবদন্তি খেলোয়াড় ও প্রাক্তন মুখ্য নির্বাচক চেতন শর্মা মন্তব্য করে জানিয়ে দেন, “একজন ক্রিকেট ভক্ত হিসেবে আমি চাইবো যে রোহিত শর্মা ২০২৭-এর বিশ্বকাপ খেলুক। যেভাবে তিনি ব্যাটিং করছেন তা দেখে ওকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ও আমাদের অনেক আনন্দ দিয়েছে, আমার মনে হয় দেশের হয়ে এখনও ট্রফি জেতা বাঁকি রয়েছে ওর। সেটা যদি সম্ভব হয় তার থেকে আনন্দের কিছুই হতে পারে না।“
চেতন শর্মা প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক নিয়েছিলেন। এরপর তিনি বিসিসিইয়ের সঙ্গে কাজ করার সুবাদে রোহিতদের মুখ্য নির্বাচক হয়ে ওঠেন। তবে স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্য করার পর নিজেই নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন চেতন। তার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল পরিবর্তন হয় এবং অজিত আগারকারের (Ajit Agarkar) উপর দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। অজিতের দল নির্বচনিতে ভারত ২০২৩’ এর এশিয়া কাপ চ্যাম্পিয়ন, ২০২৩’এর ওডিআই বিশ্বকাপ রানার্স আপ ও ২০২৪’ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজেতা হয়েছে।