ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma) নিজের জায়গা করে নিয়েছেন। তার হাত ধরেই ‘মেন ইন ব্লু’-রা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয় করেছিল। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy 2025) রোহিত শর্মা দলকে নেতৃত্ব দিয়ে ট্রফি নিশ্চিত করেছেন। তবে এই গুরুত্বপূর্ণ আইসিসি ট্রফি জয়ের পর বয়স এবং ফিটনেসের কারণে তিনি অবসর ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু এখনই ক্রিকেট জীবনে ইতি টানতে চাইছেন না ভারতীয় অধিনায়ক। ২০২৭ বিশ্বকাপের (WC 2027) জন্য হিটম্যান নিজেকে সম্পূর্ণরূপে তৈরি করতে প্রস্তুত।
২০২৭ বিশ্বকাপের অভিযানে রোহিত শর্মা-

সফল অধিনায়ক হওয়ার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে রোহিত শর্মা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কিন্তু এই টুর্নামেন্টের পর ৩৭ বছর বয়সী ভারতীয় অধিনায়ক ওডিআই ক্রিকেটে থেকে অবসর ঘোষণা করবেন বলে গুঞ্জন তৈরি হয়েছিল। ট্রফি জয়ের পর রোহিত শর্মা (Rohit Sharma) এই জল্পনা উড়িয়ে দিয়ে নিজের মতামত স্পষ্ট করে দেন। চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “আমি ওডিআই ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। এই বিষয়ে গুজব না ছড়ায় তাই স্পষ্ট করে দিলাম।” সূত্র অনুযায়ী রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপের জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে চলেছেন। উল্লেখ্য ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2027) দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজন করতে চলেছে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় অধিনায়ক সম্পূর্ণরূপে ফিট থাকতে চাইছেন। সূত্র অনুযায়ী তাকে এই বিষয়ে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) সাহায্য করবেন। ব্যাটিং সমস্যাগুলিও নিয়েও সহযোগী কোচের সঙ্গে সমাধান করার চেষ্টা করবেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ার (Abhishek Nayar) আধুনিক প্রযুক্তির ও কৌশলের মাধ্যমে ক্রিকেটারদের পারফর্মেন্সের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাম্প্রতিক সময়ে কেএল রাহুল (KL Rahul) একাধিকবার নায়ারের কোচিংয়ের প্রসংশা করেছেন।
বড়ো ম্যাচের ব্যাটসম্যান রোহিত-

সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে রান তাড়া করতে নেমে রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি ৮৩ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৭ টি চার এবং ৩ টি ছয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ডের বিপক্ষে অর্ধ শতরান করে দলকে জয় এনে দিয়েছিলেন হিটম্যান। এখানেই শেষ নয় ভারতীয় অধিনায়ক ২০২৩ বিশ্বকাপে ১১ ম্যাচে ৫৯৭ রান তুলে নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) ২০২৭ বিশ্বকাপে (WC 2027) ভারতীয় দলে থাকলে ব্যাটিং অর্ডারে অনেকটাই আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবেন। ভারতীয় অধিনায়কের আগামী ওডিআই বিশ্বকাপ খেলার বিষয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংও (Ricky Ponting) আশা প্রকাশ করেছেন।