রোহিত শর্মার আগে চলবে না গম্ভীরের দাদাগিরি, শ্রেয়াসকে বাদ দিয়ে এই খেলোয়াড়কে করাবেন এন্ট্রি !! 1

শ্রীলংকা সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য দুর্দান্তভাবে প্রদর্শন দেখালেও আপাতত টিম ইন্ডিয়া ওডিআই সিরিজের ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। শ্রীলংকার মতন দলের কাছে ভারতীয় দলের এরূপ পারফরমেন্সের পর ভারতীয় দলকে তাদের খেলার আন্দাজ পাল্টাতে হবে। আগামীকাল শেষ ম্যাচটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলতি সিরিজে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও অক্ষর প্যাটেল (Axar Patel) ব্যাতিত বাঁকি প্লেয়ারদের থেকে কোনরূপ পারফরমেন্স যায়নি দেখা। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ফাইনাল ম্যাচে দলে পরিবর্তন করতে চলেছেন।

গৌতম গম্ভীরের পছন্দের প্লেয়ারকে রোহিত করবেন আউট

Gautam Gambhir, rohit sharma
Gautam Gambhir | Image: Twitter

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর তিনি নিজের পছন্দের প্লেয়ারদের সুযোগ দিয়েছেন। প্রথমত, জাতীয় দলে তিনি শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) সুযোগ দিয়েছেন। বিসিসিআইয়ের নিয়ম ভঙ্গের জন্য শ্রেয়াসকে জাতীয় দলের বাইরে রাখা হয়েছিল, এমনকি বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) সাংবাদিক সম্মেলনীতে শ্রেয়সকে ঘরোয়া লীগ খেলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে, গত ৩ মাসে কোনোরকম ঘরোয়া লীগের খেলা হয়নি। এই পরিস্থিতিতে শ্রেয়সের পক্ষে জাতীয় দলে সুযোগ পাওয়াটা আশানুরূপ ছিল না।

Read Also: Rohit Sharma: সিরিজ জিততে অর্ষদীপকে বলির পাঠা বানাচ্ছেন রোহিত শর্মা, শ্রীলঙ্কাকে চমক দিতে করছেন এই প্ল্যান !!

তবুও গৌতম গম্ভীর দলের দায়িত্ব পাওয়ার পর শ্রেয়াসকে ওডিআই দলে এন্ট্রি দিয়েছেন। চলতি শ্রীলঙ্কা সফরেও শ্রেয়সের ব্যাট থেকে কোনো বড় ইনিংস বা ম্যাচ উইনিং ইনিংস খেলতে দেখা যাবে। ২ ম্যাচে তিনি ১৫ গড়ে মাত্র ৩০ রান বানাতে সক্ষম হয়েছেন, প্রথম ম্যাচে শ্রেয়স ২৩ রান বানান এবং শেষ ম্যাচে ৭ রান বানান তিনি। দুই ম্যাচে তিনি ব্যার্থ হওয়াতে এবার তাকে দল থেকে ছিটকে যেতে হবে। শ্রেয়সের পরিবর্তে ভারতীয় দলে এন্ট্রি নিতে পারেন তুখোড় প্লেয়ার তিলক ভার্মা (Tilak Varma)।

তিলক ভার্মা ছিনিয়ে নেবেন শ্রেয়সের জায়গা

Tilak Varma, rohit sharma
Tilak Varma | Image: Getty Images

তরুণ তিলক ইতিমধ্যেই ভারতীয় দলে এন্ট্রি নিয়ে টি-টোয়েন্টি ও ওডিআই ফরম্যাটে খেলতে দেখা গিয়েছে। তিনি দেশের জার্সিতে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩.৬ গড়ে ও ১৩৯.৪২ স্ট্রাইক রেটে ৩৩৬ রান বানিয়েছেন ও ৪টি ওডিআই ম্যাচে তিলকের ব্যাট থেকে ২২.৬৭ গড়ে ও ৫৭.১৪ স্ট্রাইক রেটে ৬৮ রান বানিয়েছেন। শুধু তাই নয় টি-টোয়েন্টি ফরম্যাটে ২টি উইকেটও পেয়েছেন। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে গত কয়েক সিজিনে বেশ দারুন প্রদর্শনও দেখিয়েছেন তিনি। তিনি শ্রেয়সের জায়গায় দলের মিডিল অর্ডারের দায়িত্ব পালন করতে চলেছেন।

Read Also: উত্তাল বাংলাদেশে রেহাই পেলেন না সাকিব আল হাসানও, মুখে মাখানো হলো চুনকালি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *