বিশ্ব ক্রিকেটের দুই শক্তিধর দেশের লড়াই রয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে। পরস্পর দুই বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে ভারতীয় দল পৌঁছে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে। এমন কি এর আগে যখন ২০২১ সালে WTC’র ফাইনাল অনুষ্ঠিত হচ্ছিল তখন ভারতীয় দল ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তখনো ভারতীয় দল ইংল্যান্ডেই এসেছিল এই পরিস্থিতিতে ফাইনাল খেলেছিল। তবে ভাগ্য সহায় না হওয়ায় পরাজিত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে, এবার ক্যাপ্টেন হিটমান চালতে চাইবেন বড় দান।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আগে রোহিত শর্মা অন্তত এক-দু’টো আইসিসি ট্রফি ভারতকে দিয়ে যেতে চান। ভারত অধিনায়ক পরিষ্কার সেই কথা জানিয়ে দিয়েছেন।
WTC ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া
২০২২ সালের প্রথম দিকে ভারত দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাজে ভাবে টেস্ট সিরিজ হারার পার অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর তিন ফরম্যাটেই ক্যাপ্টেন হিসাবে নিয়োজিত হন রোহিত শর্মা। প্রথম ক্যাপ্টেন্সিতে দলকে সেমিফাইনালের পথ দেখাতে হয় রোহিতের টিম ইন্ডিয়াকে। তবে WTC ফাইনাল খেলতে নামার আগের দিন রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন যে অধিনায়ক হিসাবে তিনি একটি-দুটি ট্রফি জিততে পান। মন্তব্য করে তিনি বলেন, “আমি বা আমার আগে যারা অধিনায়ক ছিলেন, সকলেই চেষ্টা করেছেন ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চ্যাম্পিয়নশিপ জিততে চেয়েছেন তারা, আমিও সেটাই চাই। সবাই চায় চ্যাম্পিয়নশিপ জিততে।“
এক-দুটি ট্রফি জিততে চান রোহিত
পাশাপাশি ট্রফি জয়টা কতটা গুরুত্বপূর্ণ তিনি জানিয়েও দিলেন। মন্তব্য করে তিনি বলেন, “ট্রফি জিততে পারলে ভালো লাগবে। তবে আমরা বেশি চাপ নিতে চাইনা। প্রত্যেক অধিনায়ক ট্রফি জিততে চায়। আমি কোনোভাবে আলাদা নই। চ্যাম্পিয়নশিপ আমিও জিততে চাই। নেতৃত্ব ছাড়ার আগে আমি যদি একটা, দুটো ট্রফি জিততে পারি, তাহলে সত্যিই সেটা দারুন বিষয় হবে।” পাশাপাশি দীর্ঘ ১০ বছর ট্রফি না জেতা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “আমরা জানি, আমরা কী জিতেছি আর আমরা কী হেরেছি। বারবার এটা মনে রেখে লাভ নেই। কী করা দরকার সেটা খেলোয়াড়রা জানে। আমরা কী ভাবে ভালো করতে পারি, সেটাই আসল ভাববার বিষয়।”