বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের পর এই বছর টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন। বর্তমানে তারা শুধুমাত্র ওডিআই ক্রিকেটে নিজেদের খেলা চালিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নেমে ব্যাট হাতে তারা নিজেদের আবার প্রমাণ করেছেন। কিন্তু ২০২৭ ওডিআই বিশ্বকাপে (ODI WC 2027) জায়গা পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বিসিসিআইয়ের (BCCI) একাধিক সিদ্ধান্ত তাদের এই ফরম্যাট থেকেও অবসরের দিকে ঠেলে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই কোচের গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এল।
Read More: “ধন্যবাদ অস্ট্রেলিয়া..”, সিডনিতে শেষ ম্যাচ খেলে ভক্তদের উদ্দেশ্যে বিরাট-রোহিতের আবেগঘন বার্তা !!
রোহিতের সামনে কঠিন চ্যালেঞ্জ-

২০২৩ একদিনের বিশ্বকাপে (ODI WC 2023) ভারতীয় দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে ট্রফি এনে দিতে পারেননি। সেই ক্ষত এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন। বর্তমানে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শুধুমাত্র একদিনের ক্রিকেটকে পাখির চোখ করেছেন হিটম্যান। গত কয়েক মাসে নিজের ওজন অনেকটাই কমিয়ে এনেছেন। ৩৮ বছর বয়সেও নিজেকে প্রমাণ করার খিদে তরুণ প্রজন্মকে রীতিমতো উদ্বুদ্ধ করছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজেও ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন এই তারকা। সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। এরপর ১২৫ বলে অপরাজিত ১২১ রান করে তৃতীয় ম্যাচে দলকে জয় এনে দিয়ে নায়ক হয়ে ওঠেন। এরপরেও তার ২০২৭ ওডিআই বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন নির্বাচকরা। ফলে হিটম্যান ওডিআই ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।
বিশ্বকাপ খেলবেন রোহিত-

এই রকম পরিস্থিতির মধ্যে রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডের (Dinesh Lad) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এল। তিনি সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলেন, “রোহিত (Rohit Sharma) ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। এই বিশ্বকাপের জন্য তিনি নিজেকে প্রস্তুত করছেন এবং এই বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করবেন তিনি। তার পারফর্মেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল।
অনেকেই বলেছিলেন রোহিতের ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু এই সিরিজে নিজেকে আবার প্রমাণ করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন দেশের জন্য অবদান রাখার জন্য প্রস্তুত।” উল্লেখ্য হিটম্যান একমাত্র ক্রিকেটার যিনি ওডিআই ক্রিকেটে ৩ টি দ্বিশতরান করেছেন। এখনও পর্যন্ত দেশের হয়ে তার কাছ থেকে ২৭৬ ওডিআই ম্যাচে এসেছে ১১,৩৭০ রান।