টি২০'তে ফিরছেন রোহিত শর্মা, হিটম্যানের সিদ্ধান্তে চাঞ্চল্য ক্রিকেট মহলে !! 1

রোহিত শর্মা (Rohit Sharma) সাম্প্রতিক সময় ভারতের অন্যতম সফল অধিনায়ক। তার হাত ধরেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয় করেছিল ব্লু ব্রিগেডরা। এরপর এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) এনে দিয়ে দেশকে আরও একবার সম্মানিত করেন তিনি। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরে একদিনের ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্ত রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল। নির্বাচকদের জবাব দিয়ে ব্যাট হাতে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বর্তমানে নিজেকে মেলে ধরেছেন হিটম্যান।‌ এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও কামব্যাক করতে চলেছেন তিনি।

Read More: BCCI’এর নির্দেশকে বুড়ো আঙুল বিরাট কোহলির, খেলবেন না বিজয় হাজারে ট্রফি !!

দুরন্ত ফর্মে রোহিত শর্মা-

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হয়েছিল। এই সিরিজে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ১-২ ব্যবধানে ব্লু ব্রিগেডরা হারের সম্মুখীন হয়। তবে ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত। তিনি তৃতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৩ টি চার এবং ৩ টি ছয় আসে। সিরিজে ৩ ম্যাচে সংগ্রহ করেন মোট ২০২ রান।

এরপর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজেও জ্বলে উঠেছেন হিটম্যান। রাঁচিতে প্রথম ম্যাচেই ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। এই ম্যাচেই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড করে নতুন মাইলস্টোন স্পর্শ করেন। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত দেশের হয়ে ওডিআই ক্রিকেটে ‌২৭৮ ম্যাচে মোট ১১,৪৪১ রান সংগ্রহ করেছেন।

টি-টোয়েন্টিতে ফিরছেন রোহিত-

rohit-at-2nd-position-in-odi-rankings
Rohit Sharma | Image: Getty Images

ওডিআই ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকার পর এবার কুড়ি ওভারের ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি। দীর্ঘদিন পর তাকে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী (Syed Mushtaq Ali Trophy) ট্রফিতে খেলতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) একটি সূত্র জানায়, “রোহিত SMAT’এর নক‌আউট পর্বে মুম্বাইয়ের হয়ে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ২০ ওভারের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন এই তারকা।

তবে আইপিএলে (IPL) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এখনও তিনি ক্রিকেটার হিসেবে নিজের অবদান রেখে চলেছেন। অন্যদিকে মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতেও (Vijay Hazare Trophy) এই অভিজ্ঞ ব্যাটসম্যান মাঠে নামতে চলেছেন। ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের মাধ্যমে ম্যাচের মধ্যে থাকতে চাইছেন তিনি। ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে নিজেকে সম্পূর্ণ ফিট রাখাই তার প্রধান লক্ষ্য। উল্লেখ্য দেশের হয়ে এখনও পর্যন্ত ১৫৯ টি টি-টোয়েন্টি ম্যাচে হিটম্যান ৪২৩১ রান সংগ্রহ করেছেন।

Read Also: “ভারতের হারিস রাউফ..”, দঃ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের পর ট্রোলের মুখ প্রসিদ্ধ কৃষ্ণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *