সদ্য ভারতীয় দলের টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল আর হিটম্যানের তান্ডব আর দেখতে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক কে হতে চলেছে তা নিয়ে চলছে চর্চা। ভারতীয় দল আইপিএলের পর ইংল্যান্ডে উড়ে যাবে এবং সেখানেই ভারতীয় দল ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে। ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছে, আর এই নতুন চ্যাপ্টার লিখতে পারেন ভারতীয় দলের নতুন অধিনায়ক।
রাহুল হলেন টিম ইন্ডিয়ার ক্রাইসিস ম্যান

ভারতীয় টেস্ট দলের হয়ে রোহিত শর্মা ২০২১-২৫ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। চার বছরে তার নেতৃত্বে ভারতীয় দল ২৪ টেস্টে জয় পেয়েছে ১২টি টেস্ট। তাছাড়া, ৯ টি পরাজয় ও তিনটি ড্র করেছিল। রোহিত শর্মা ব্যাট হাতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের সবথেকে সফল ব্যাটসম্যান। তবে, তার শেষ কয়েকটি ম্যাচের ফর্ম তার অবসরের মূল কারণ হয়ে উঠেছে। যাই হোক, প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবার নতুন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক বাছাই করে নিয়েছেন। রোহিতের মতে ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক হতে পারেন কেএল রাহুল (KL Rahul)।
Read More: আরসিবির কপালে নেই ট্রফি, হঠাৎ করেই বন্ধ হলো IPL 2025 !!
রোহিত শর্মা (Rohit Sharma) সম্প্রতি এক সাক্ষাৎকারে কে এল রাহুলকে (KL Rahul) ‘ক্রাইসিস ম্যান’ বলে অভিহিত করেছেন। আসলে, রোহিত শর্মার নেতৃত্বে বিগত কয়েক বছর ধরে কেএল রাহুল (KL Rahul) দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন। ওপেনার, মিডল অর্ডার, ফিনিশার, উইকেটকিপার সব ভূমিকায় কেএল রাহুলকে দেখা গিয়েছে। যে কারণে রোহিতের মতে তিনিই দলের ‘ক্রাইসিস ম্যান’। ভারতীয় দলের সাদা বলের উইকেটকিপার ব্যাটসম্যান রাহুলকে নিয়ে মুখ খুলে রোহিত বলেছেন, “গত দুই-তিন বছরে কেএল রাহুল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠেছিলেন। আমি তাকে ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে দেখি। যখনই আমাদের কোনো কিছুর ই প্রয়োজন হত, রাহুল সবসময় হাত তুলে থাকতেন। উইকেট কিপিং করতেও হ্যাঁ, ওপেনিং ব্যাটিং কিংবা অন্য কোনো জায়গায় ব্যাটিংয়ে রাজি রাহুল।”
রাহুলকে নিয়ে বড় বয়ান দিলেন রোহিত

রোহিতের মতে, কেএল রাহুলের (KL Rahul) মতো খেলোয়াড়রা এই দলের ভিত মজবুত করেন। ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসাবেও রাহুল রোহিতের যোগ্য পরিবর্তন হতে পারেন। রাহুল আগেও ভারতের জার্সিতে জাতীয় দলকে টেস্টে অধিনায়কত্ব করেছেন, তিনি ভারতকে ৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে ভারত দুটি টেস্টে জয় পেয়েছিল। রোহিত চাইলেও বিসিসিআই কি রাহুলকে পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছেন ? সব কিছুরই শেষ সিদ্ধান্ত নেবে বিসিসিআই।