কোচ রোহিতের কাছে প্রাক্টিসে ক‍্যাচ মিস কোহলির, এরপর কি করলেন শর্মা ! 1

এই মুহূর্তে ভারতের ক্রিকেট দল ব‍্যস্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে, এবং তাতে ইতিমধ্যে বাঁধা সৃষ্টি করেছে বৃষ্টি।এই ম‍্যাচের আগে কোচিং সেশনে কোহলির কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন রোহিত শর্মা।কোহলিকে দিলেন কোচিংয়ের প্রাক্টিসের পাঠ।গোটা বিষয়টি হয়েছিলো ক‍্যামেরা বন্দী যা পরবর্তী সময় হয়ে ওঠে ভ‌বাইরাল‌।প্রাক্টিস সেশনে কোহলি ক‍্যাচ মিস করায় এমন রিয়‍্যাকশন দিলেন, যার পর গোটা ভিডিও এক অন‍্যমাত্রায় পৌছায়।

কোচ রোহিতের কাছে প্রাক্টিসে ক‍্যাচ মিস কোহলির, এরপর কি করলেন শর্মা ! 2

এর দিক কয়েক আগেও পরিস্থিতি খানিকটা অন‍্যরকম ছিলো।শোনা যাচ্ছিলো ভারতের অধিনায়ক এবং সহ অধিনায়কের মধ্যে সম্পর্কের খানিকটা অবনতি ঘটেছে।গোটা বিষয়টি নিয়ে এক তীব্র জল্পনা শুরু হয় ভারতীয় ক্রিকেট মহলে।

কিন্তু সম্প্রতি প্রকাশ‍্যে আসা ভিডিও দেখে মনে হলোনা এমন কোনও কিছু সমস্যা আছে তাদের মধ্যে।ভিডিও দেখলে আপনিও মনে করবেন কোনও রকম সমস্যাই নেই এই দুই ক্রিকেট তারকার মধ্যে।

কোচ রোহিতের কাছে প্রাক্টিসে ক‍্যাচ মিস কোহলির, এরপর কি করলেন শর্মা ! 3

ভিডিওতে কোহলিকে ক‍্যাচিং প্রাক্টিস করাতে দেখতে পাওয়া যায় রোহিত শর্মাকে।টেনিস র‍্যাকেটে বল ওড়াচ্ছেন রোহিত, কোহলি বেশ কিছু ক‍্যাচ ধরলেও একটি ক‍্যাচ মিস হলে এমন রিয়‍্যাকশন দেন কোহলি যা দেখে মজেছেন সকলে।

এর আগে ভারতের জাতীয় কোচ রবি শাস্ত্রী কোহলি – রোহিত এর মধ্যে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছিলেন তিনি।ওনার কথা অনুযায়ী যদি এমন কোনও সমস্যা হতো তাহলে কখনও ভারতীয় ক্রিকেট দল ভালো প্রদর্শন করতে পারতো না।কারণ গোটা ঘটনার প্রভাব পড়তো দলের মধ্যে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *