হার্দিক পান্ডিয়ার জন্মদিন সেলিব্রেশনে ট্রোল হলেন রোহিত শর্মা, জানুন আসল কারণ !! 1

বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর ভারতের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হিসাবে খ্যাত রোহিত শর্মা ভারতকে নেতৃত্ব দিচ্ছেন প্রায় বহুদিন ধরে। এবং এর আগে তিনি ভারতের সহ-অধিনায়ক ছিলেন বহুসময় ধরে। এখন সেই জায়গায় কেএল রাহুল এই পদে আছেন। রোহিত শর্মার নেতৃত্বতে ভারত এই বছর এশিয়ক কাপেও গিয়েছিলো সেখানে রোহিত শর্মা তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি। যার কারনে তিনি আগেও ট্রোলের শিকার হয়েছেন। রোহিত এর সাথে বিরাটকেও প্রথমে ট্রোল করা হচ্ছিলো রান না করতে পারার জন্য তবে সেই সময়ে রোহিত শর্মা বিরাট কোহলির পাশে এসে দাড়ান এবং জানান “প্লেয়ারদের খারাপ সময় আসে, তবে আমাদের তার পুরানো রেকর্ড কখনোই ভুলে যাওয়া উচিত না কিছু সময়ের খারাপ পারফরম্যান্স এর জন্য” এই স্টেটমেন্ট এর জন্য বিরাট ফ্যানরাও খুব খুশি হয়েছিলো। সেইসঙ্গে রোহিতকে সপোর্ট করছিলো বিরাট কোহলির ভক্তরা। তবে এই বছর এশিয়া কাপে বিরাট কোহলি সকল নেগেটিভ মন্তব্য কেও চুপ করিয়ে দেন নিজের ৭১ তম সেঞ্চুরি করে। এর কারনে রোহিত শর্মার উপরে আরো বেশি চাপ পড়তে থাকে এবং ক্রমাগত ভাবে রোহিত শর্মার পারফরম্যান্স খারাপের জন্য তিনি নিটেজেনদের মুখে সর্বদাই মজার পাত্র।

রোহিত শর্মা ট্রোলের শিকার

হার্দিক পান্ডিয়ার জন্মদিন সেলিব্রেশনে ট্রোল হলেন রোহিত শর্মা, জানুন আসল কারণ !! 2

হার্দিক পান্ডিয়ার আজ জন্মদিন উপলক্ষে টিমের প্রায় অনেকেই ঘুরতে বের হয়েছেন। তিনি আজ ৯ অক্টোবর ২০২২ এ ২৯ বছরে পা দিলেন। তিনি এই কয়েক মাস আগেই এশিয়া কাপে দারুন পারফরম্যান্স এর দ্বারা ফ্যানস দের মনের মধ্যে একটি বিশাল বড়ো জায়গা করে নিয়েছেন এবং হার্দিক পান্ডিয়া এর জন্যই ভারত এবং পাকিস্তানের প্রথম ম্যাচে ভারত জয়লাভ করে। এছাড়াও হার্দিক পান্ডিয়ার ২৮ তম জন্মদিন উপলক্ষে, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বিরাট কোহলির সাথে অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। তবে এর সাথেই আরো একটি ফটো বেশ ভাইরাল হচ্ছে নেট দুনিয়াতে যেইখানে হার্দিক পান্ডিয়া কেক কাটছেন এবং পিছনে দাড়িয়ে রয়েছেন রোহিত শর্মা এবং অন্যান্যরা। তবে রোহিত শর্মার দাড়িয়ে থাকার ভঙ্গিতে সকলেই মজা নিচ্ছেন। তিনি অনেকটা দূরে দাড়িয়ে মুখটা গম্ভীর করে আছেন এবং সেটিতে একটি নেটিজেন তো বলেই দিলেন যে রোহিত ভাই কেক এর জন্য দাড়িয়ে রয়েছে।

ট্রোল করছেন নেটিজেনরা দেখুন

https://twitter.com/NosaneEmi/status/1579725303806844928?s=20&t=d0jUvtLvNt8qePC6Gi660w
https://twitter.com/R0haan_/status/1579726001097306113?s=20&t=d0jUvtLvNt8qePC6Gi660w
https://twitter.com/pintuabd18/status/1579727600955842561?s=20&t=d0jUvtLvNt8qePC6Gi660w
https://twitter.com/NiPuN_045/status/1579728238066429957?s=20&t=d0jUvtLvNt8qePC6Gi660w

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *