বোর্ডের বিরুদ্ধে হুঁশিয়ার ক্যাপ্টেন রোহিত, মুখ্য নির্বাচককে মুখের উপর দিলেন কড়া জবাব !! 1

আবার মাইক্রোফোনে ধরা পড়লো রোহিত শর্মার (Rohit Sharma) বেফাঁস মন্তব্য। এবার প্রধান নির্বাচক অজিত আগারকারের (Ajit Agarkar) কাছেই করে ফেললেন বড় প্রশ্ন। গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড প্রকাশ করার কথা ছিল, তবে বিসিসিআই সেই তারিখ পরিবর্তন করে ১৮ জানুয়ারি নির্ধারিত করে। নির্ধারিত এই দিনেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল ঘোষণা করলো বিসিসিআই। ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে নামতে চলেছে ভারতীয় দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই

Team india, champions trophy 2025
Team India | Image: Getty Images

দলের সহ অধিনায়ক হিসেবে তরুণ শুভমান গিলকে (Shubman Gill) দায়িত্ব দিয়েছে বিসিসিআই (BCCI)। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার জন্য প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সে সময় আগরকরকে ফিসফিস করে বলা তাঁর একটি কথা শোনা গিয়েছে মাইক্রোফোনে। কয়েকদিন আগেই বিসিসিআই ১০ দফা একটি নির্দেশিকা জারি করেছে, যা প্রকাশ পাওয়ার পর রিতিমতন অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

Read More: সিরাজ-বুমরাহ বাদ, এন্ট্রি নিলেন হার্ষিত রানা, প্রকাশ্যে আসলো ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড !!

আজ নির্ধারিত দুপুর ১২.৩০ মিনিটের দু’ঘণ্টার বেশি সময় পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচক অজিত আগরকর এবং ক্যাপ্টেন রোহিত শর্মা। সাংবাদিক বৈঠক শুরু হতে না হতেই, রোহিত আগারকারকে ফিসফিস করে বলে, “পিসি (প্রেস কনফারেন্স) শেষ হলে আমাকে দুই ঘন্টা আরও থাকতে হবে। বোর্ড কর্তাদের সাথে কথা বলতে হবে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়ার সঙ্গে কথা বলব। স্ত্রী, পরিবার এবং আরও যা সব নতুন সংযোজন হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে হবে। সকলে আমাকে বলতে বলেছে।

বোর্ডের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন রোহিত

ind-vs-aus-rohit-might-leave-captaincy, rohit sharma
Rohit Sharma | Image: Getty Images

রোহিতের (Rohit Sharma) এই কথা থেকে এটা স্পষ্ট যে, বোর্ড কর্তাদের করা বাঁকি সব নিয়ম মেনে নিলেও পারিবারিক বিষয় নিয়ে যে তথ্য গুলো উঠে এসেছে সেগুলো নিয়ে খুশি নন খেলোয়াড়রা। ক্রিকেটাররা ক্যাপ্টেন রোহিতকে তাদের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছে। আসলে, কিছুদিন আগে বোর্ড যে দশ দফার নিয়ম পেশ করেছিল সেখানে জানা গিয়েছিল এখন থেকে ভারতীয় ক্রিকেটাররা সফরের পুরো সময় পরিবার সঙ্গে রাখতে পারবেন না। সফর ৪৫ দিন বা তার বেশি হলে তাদের পরিবারের কাউকে অর্থাৎ স্ত্রী-সন্তানদের সর্বোচ্চ ১৪ দিন সঙ্গে রাখতে পারবে, এছাড়া দীর্ঘ সফরের ক্ষেত্রে প্রথম দুই সপ্তাহ পরিবারের সঙ্গে থাকতে পারবে না ক্রিকেটাররা। তবে, বোর্ডের উপর প্রশ্ন তোলার পর বোর্ডের উত্তর কি হবে তা জানার অপেক্ষায় থাকবে ভক্তরা।

Read Also: Rohit Sharma: সুর বদল BCCI-এর, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তান যাচ্ছেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *