Rohit Sharma
Rohit Sharma | Image: Getty Images

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজের পছন্দের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা তার ক্রিকেট যাত্রা শুরু করেছিলেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়েই রোহিতের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে রোহিত শর্মার বাহিনী বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে। তবে প্রথম টেস্টের আগে সংবাদ মাধ্যমে বড় খোলাসা করলেন রোহিত (Rohit Sharma)।

অবসর নিয়ে বড় খোলাসা করলেন রোহিত

Rohit Sharma
Rohit Sharma | Image: Getty Images

মূলত, ২০২৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। আর এই বিশ্বকাপের মঞ্চে রোহিতকে কি দেখা যাবে ? তিনি কি ভাঙবেন অবসর ? এই নিয়ে মন্তব্য করে সাক্ষাৎকারে রোহিত বলেন, “ক্রিকেটে অবসর নেওয়া এখন মশকরা হয়ে দাঁড়িয়েছে। লোকে অবসর ঘোষণা করার পরে আবার (খেলায়) ফিরে আসছেন। যদিও ভারতে এমন হয়না, অন্য দেশে প্রায়শই এমন দেখা যায়। কিন্তু অন্য দেশের প্লেয়ারদের দেখেছি অবসর থেকে ফিরে এসেও খেলেছেন। তাই বোঝা যায় না আদৌ কেউ অবসর নিয়েছে কি না।

Read More: Rohit Sharma: “একদম লগানের মত…” রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ সরফরাজ খান, তুলনা করলেন আমির খানের ব্লকবাস্টারের সাথে !!

প্রসঙ্গত, পাকিস্তানের ইমরান খান (Imran Khan) থেকে শুরু করে শহীদ আফ্রিদি (Shahid Afridi) একাধিকবার অবসর নিয়ে বারবার কামব্যাক করেছেন। তাছাড়া ইংল্যান্ডের বেন স্টোকস, মঈন আলীদের মতন খেলোয়াড়রা অবসর নেওয়ার পরেও ক্রিকেটে ফিরেছিলেন। এই প্রসঙ্গে রোহিত মন্তব্য করে আরও বলেন যে, “আমার সিদ্ধান্ত চূড়ান্ত, খুব পরিষ্কার সিদ্ধান্ত। আমি সঠিক সময়েই অবসরের ঘোষণা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাট খেলতে আমি খুব ভালোবাসতাম। ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেই আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলাম, প্রথম বারেই ট্রফি জিতেছিলাম। আবার এই বছর জিতেছি তাই এটাই অবসর নেওয়ার সঠিক সময় ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাটকে আলবিদা জানান রোহিত

Rohit Sharma
Rohit Sharma | Image: Twitter

টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম ভয়ংকর ব্যাটসম্যান হলেন রোহিত, তিনি ভারতীয় দলের জার্সিতে এই ফরম্যাটে সর্বাধিক রান বানিয়েছেন। রোহিতের পাশাপশি, বিরাট কোহলি (Virat Kohli) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এই ফরম্যাটে আলবিদা ঘোষণা করেছেন। আসলে, আগামী ৩ বছরের মধ্যে ভারতকে একাধিক আইসিসির ইভেন্ট খেলতে হবে আর এই সময়ে রোহিত নিজেকে ফিট রাখতে চাইছেন তাই একটি ফরম্যাটকে আলবিদা ঘোষণা করেছেন হিটম্যান। ভক্তদের ইচ্ছা রোহিতকে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া।

Read Also: বাবার মান রাখলেন অর্জুন তেন্ডুলকর, এক ম্যাচেই তুলে নিলেন ৯ উইকেট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *