বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল জমকালো এক অনুষ্ঠানের। আর সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) থেকে শুরু করে রবি শাস্ত্রী, রোহিত শর্মারা (Rohit Sharma)। ২০১১ সালে এই আইকনিক স্টেডিয়ামে ভারতীয়দের মুখে হাসি ফুটিয়েছিল ভারতীয় দল। এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বে বিশ্বকাপ খেতাব জয় করেছিল ভারত। আর এই আইকনিক স্টেডিয়ামে বড় বয়ান দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
শিরোপা জিতে ওয়ানখেড়েতে আনবেন রোহিত
রোহিতের মতে, শিরোপা জয় করেই এই স্টেডিয়ামে আবার ফিরিয়ে আনতে চান রোহিত। আগামী মাস থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় দল পাকিস্তান না যাওয়াতে ভারত দুবাইতে তাদের বাঁকি ম্যাচগুলো খেলতে চলেছে। ভারতীয় দলের গ্রুপে এশিয়ার দুই দল রয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ খেলতে হবে এবং তারপর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আধাবাদী ক্যাপ্টেন রোহিত। মন্তব্য করে তিনি বলেন, “আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আইসিসি ইভেন্টে প্রতিনিধিত্ব করাটা সবসময় একটা স্বপ্নের মতন। ১৪০ কোটি মানুষের আশা ভরসা রয়েছে আমাদের উপর। আমি জানি দুবাইতে আমাদের ১৪০ কোটি মানুষের সমর্থন থাকবে। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ওয়াংখেড়েতে ফিরিয়ে আনতে আমরা সবকিছুই করতে রাজি।”
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত ভারত
প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির মিশন। পাকিস্তানের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারতীয় দল। প্রথম দুই ম্যাচে ভারতকে জয়লাভ করে সেমিফাইনালের টিকিট কেটে ফেলতে হবে। ভারত তাদের শেষ ম্যাচটি ২ মার্চ কিউইদের বিরুদ্ধে খেলতে চলেছে। ভারতীয় দলের স্কোয়াডের কথা বলতে গেলে, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখতে পাওয়া যাবে। এছাড়া দলে কামব্যাক করেছেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। শামির বোলিং ভারতীয় দলকে শক্তি যোগাবে। পাশাপশি, T20 ফরম্যাটে মঞ্চ মাতানোর পর এবার দলে শামিল হয়েছেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)। যদিও, দলের স্টার পারফর্মার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠবেন কিনা সে বিষয়ে রয়েছে প্রশ্ন চিহ্ন।