“আমরা বাউন্স ব্যাক করতে জানি…” নিউজিল্যান্ডের কাছে ৩৬ বছর পর হোম টেস্ট হেরে আশা হত ক্যাপ্টেন রোহিত, করলেন এই মন্তব্য !! 1

৩৬ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতল নিউজিল্যান্ড ভারতীয় দলের মর্মান্তিক পারফরমেন্সের ফলে প্রথম ম্যাচে জয় সুনিশ্চিত করে নিল নিউজিল্যান্ড। ম্যাচের কথা বলতে গেলে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেওয়া একটি সিদ্ধান্তে বদলে গেল সম্পূর্ণ ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। এমনকি প্রথম দিন অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিন শেষে সাংবাদিক সম্মেলনিতে রোহিত শর্মা তার পিচ পড়তে না পারার ব্যর্থতার কথা স্বীকার করেন সকলের সামনে।

প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল কেবলমাত্র ৪৬ রান বানাতে সক্ষম হয়েছিল। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ভারতের থেকে ৩৫৬ রান বেশি বানিয়ে ফেলে। ৪০২ রানে সমাপ্ত হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস, দলের হয়ে গুরুত্বপূর্ণ ১৩৪ রানের ইনিংসটি খেলেন রাচীন রবীন্দ্র। তাছাড়া ৯১ রান বানিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের তারকা ডেভন কনওয়ে। শেষের দিকে ভারতীয় বোলারদের নাজেহাল করে দিয়েছিলেন টিম সাউদি। তার ব্যযা থেকে ৭৩ বলে পাঁচটি চার এবং চারটি ছক্কার বিনিময়ে ৬৫ রানের ইনিংস দেখা গিয়েছিল।

৩৬ বছর পর ঘরের মাঠে কিউইদের কাছে পরাস্ত হলো তিন ইন্ডিয়া

Ind vs nz
IND vs NZ | Image: Getty Images

৩৫৬ রানে পিছিয়ে থাকার পর ভারতীয় দল একটি দুর্দান্ত ম্যাচ উইনিং প্রদর্শন দেখানোর চিন্তায় ছিল। তবে ভারতীয় দলের পারফরমেন্স, জয়ের মাপকাঠি তৈরি করতে পারেনি। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের ৪৬ রান দলের হয়ে একটি কাল হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। ৯৯.৩ ওভারে ভারত ১০ উইকেটের বিনিময়ে ৪৬২ রান বানিয়ে ফেলে। ভারতীয় দলের জার্সিতে প্রথম শতরান  হাকিয়েছেন সারফরাজ খান। ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

তাছাড়া ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল আনলাকি পন্থকে। তবে ভক্তদের জন্য সুখবর যে ফর্মে ফিরেছেন রোহিত-বিরাট ১০২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি এবং ৬৩ বলে ৫৯ বানিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ভারতীয় দলের এই দুর্দান্ত ব্যাটিং ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০৭ রানের টার্গেট রাখে। এই রান তাড়া করতে এসে প্রথম ওভারে উইকেট হারিয়ে ফেলেন, ক্যাপ্টেন টম ল্যাথাম এবং দিনের শুরুতেই ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন কনওয়ে। কিউই দলের তারকা উইল ইয়াং এবং রচীন রবীন্দ্র দলকে জয়ের মুখ দেখায়।

দলের প্রদর্শনে গর্বিত রোহিত

Rohit Sharma and Virat Kohli, ind vs nz
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

ম্যাচের পর মন্তব্য করে রোহির শর্মা জানিয়েছেন, “দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো প্রচেষ্টা ছিল। প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা জানতাম আমাদের সামনে কি আছে, দুজন এগিয়েও এসেছে। ৩৫০ রানে পিছিয়ে থাকলে আপনি বেশি কিছু ভাবতে পারবেন না। কয়েকটি পার্টনারশিপ বেশ ভালো ছিল। আমাদের প্রচেষ্টায় আমি গর্বিত। যখন পন্থ ও সরফরাজ ব্যাটিং করছিলেন আমরা সবাই সিটের কিনারে বসে ছিলাম। পাশাপাশি দারুণ পরিপক্কতা দেখিয়েছেন সরফরাজ।

নিজের ভুল স্বীকার করে রোহিত বলেছেন, “আমি প্রথম দিন প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমরা জানতাম যে উইকেট প্রথম দিকে স্টিকি হবে। কিন্তু আমরা ৪৬ রানে আউট হওয়ার আশা করিনি। নিউজিল্যান্ড ভালো বোলিং করেছে এবং আমরা তাতে সাড়া দিতে ব্যর্থ হয়েছি। এই ধরনের খেলা হয়ে থাকে। আমাদের এগিয়ে যেতে হবে, আমরা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেই শুরু করেছিলাম এবং তার পর চারটি ম্যাচ জিতেছি। আমরা জানি আমাদের প্রত্যেকের কী প্রয়োজন রয়েছে।

Read Also: Rohit Sharma: WTC ফাইনাল খেলা হচ্ছে না রোহিত শর্মার, গম্ভীরের প্ল্যানে পুড়ছে কপাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *