এক হতাশজনক ম্যাচের পরিসমাপ্তি ঘটলো মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল দীর্ঘ ১২ বছর পর মেলবোর্নের টেস্ট ম্যাচ হেরেছে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে ১৮৪ রানের বিশাল ব্যাবধানে হেরেছে টিম ইন্ডিয়া। বিখ্যাত MCG-তে অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ হেরে বেশ ক্ষুব্ধ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এমন পরাজয়ে একদমই খুশি নন রোহিত। ম্যাচ শেষে লম্বা সময় ধরে রোহিতের কথোপকথন শোনা গিয়েছিল। ম্যাচের পরে, অধিনায়ক রোহিত শর্মা টিম ইন্ডিয়ার হারের কারণগুলি গণনা করে বলেছেন যে ভারতের এই পরাজয় ছিল হতাশাজনক ।
মন্তব্য করে রোহিত জানিয়েছেন, “এটা বেশ হতাশাজনক। এমন নয় যে আমরা হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা নিয়ে মাঠে নেমেছিলাম। আমরা শেষ পর্যন্তই লড়াই করতে চেয়েছিলাম। তবে সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। শেষ দুইটি সেশন নিয়ে মন্তব্য করাটা কঠিন হবে। যদি সমগ্র টেস্ট ম্যাচটি দেখা যায় তাহলে আমি বলব আমাদের কাছে সুযোগ ছিল। তবে আমরা সেটাকে কাজে লাগাতে পারেনি। গতকাল অস্ট্রেলিয়া ৯০ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল, আমরা জানতাম পরিস্থিতি কঠিন হবে আর আমরা তেমন পরিস্থিতিতে খেলতে চাই। তবে এমন পরিস্থিতির শিকার আমরা হতে চাই না। আমরা ভালো খেলতে পারিনি, ঘরে ফিরে ভাবলাম দল হিসেবে আমাদের কি কি করা উচিত ছিল বা কি কি করতে পারতাম। আমাদের কাছে সুযোগ এসেছিল তবে আমরা সেগুলিকে কাজে লাগতে পারেনি। ওদের শেষ উইকেটের পার্টনারশিপ সম্ভবত আমাদের খেলাটা নষ্ট হয়ে গিয়েছিল।”
Read More: “রাজার রাজত্ব শেষ…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার ব্যার্থ বিরাট কোহলি, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
ম্যাচ শেষে বড় মন্তব্য করলেন রোহিত শর্মা
রানের পাহাড় তাড়া করার বিষয়ে মন্তব্য করে রোহিত বলেছেন, “আমরা জানতাম ৩৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করা সহজ নয়। শেষ দুটি সেশানে উইকেট হাতে রাখার চেষ্টা করেছিলাম আমরা। তবে তারা নিখুঁতভাবে বোলিং করেছে। অবশ্যই আমরা লক্ষ্যে পৌঁছাতে চেয়েছিলাম তবে শুরু থেকে আমরা সেভাবে খেলতে পারেনি। ম্যাচ জেতার অনেক উপায় রয়েছে, তবে সেই উপায় আমরা খুঁজতে ব্যর্থ হয়েছি।”
তারকা পেসার জসপ্রীত বুমরাহ সম্পর্কে মন্তব্য করে তিনি জানিয়েছেন, “অনেক বছর ধরেই তাকে দেখছি, ও এমন ধরনের কাজ করে এসেছে। তিনি পরিসংখ্যান নিয়ে চর্চা করার ব্যক্তি নন, কেবলমাত্র দেশের হয়ে খেলতে এবং দেশের হয়ে ভালো ফলাফল করতে চান। দুর্ভাগ্যবশত বাকিদের থেকে কোন সমর্থন পান নি তিনি।”