লাল বলের ফর্ম্যাটে গত বছরটা বিশেষ ভালো কাটে নি রোহিত শর্মা’র (Rohit Sharma)। বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যর্থ হয়েছিলেন। রানের মুখ দেখেন নি অস্ট্রেলিয়া সফরেও। তিন টেস্টের পাঁচ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো মাত্র ৩১ রান। ব্যাটিং গড় ছিলো ৬.২০। ফর্মে ফেরার লক্ষ্যে রঞ্জি ট্রফির ম্যাচেও নেমেছিলেন। কিন্তু সেখানেও আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি। লাগাতার ব্যর্থতার পরেই টেস্টে তাঁর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছিলো। ইংল্যান্ড সফরে আদৌ রোহিতকে (Rohit Sharma) দেখা যাবে কিনা সে বিষয়ে সন্দিহান ছিলেন বিশেষজ্ঞরা। শেষমেশ দল নির্বাচনের আগেই বড় পদক্ষেপ নেন হিটম্যান। মে মাসের ৭ তারিখ হঠাৎ’ই একটি ইন্সটাগ্রাম স্টোরিতে সাদা জার্সি চিরতরে তুলে রাখার ঘোষণা করেন তিনি। ওয়ান ডে’তে যে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন, জানিয়ে দেন তাও।
Read More: ছাঁটাই ভেঙ্কটেশ আইয়ার, পরবর্তী IPL’এর আগে দলে আসছেন KKR’এর পুরোনো অস্ত্র !!
আইপিএলের পর ক্রিকেটের দুনিয়া থেকে দূরেই ছিলেন রোহিত (Rohit Sharma)। ছুটি কাটাচ্ছিলেন স্ত্রী ঋতিকা ও দুই সন্তান সামাইরা ও অহানের সাথে। তবে টেস্টের টান উপেক্ষা করতে পারলেন না সদ্যপ্রাক্তন ভারত অধিনায়ক। আজ ওভালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গেলো তাঁকে। রোহিতের (Rohit Sharma) পরনে ছিলো কালো শার্ট, মাথায় ছিলো ধূসর রঙের একটি ক্যাপ। এছাড়া তিনি চোখ ঢেকে রেখেছিলেন রোদচশমায়। জায়ান্ট স্ক্রিনে তাঁর ছবি ভেসে উঠতেই হইচই পড়ে গিয়েছিলো দর্শকদের মধ্যে। ধারাভাষ্যকার মেল জোনস’কে বলতে শোনা যায়, “ভারত যে জায়গায় রয়েছে তা নিশ্চয়ই রোহিতকে স্বস্তি যোগাবে।” কিংবদন্তি তারকা মাঠে ঢোকার সময় চলতি সিরিজে টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্স সম্পর্কে তাঁকে প্রশ্ন করে লন্ডনে উপস্থিত সংবাদমাধ্যম। কিন্তু কোনো মন্তব্য করেন নি তিনি।
সূক্ষ্ম সুতোয় ঝুলতে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের ভবিষ্যত। চার টেস্টের মধ্যে দু’টি জিতেছে ইংল্যান্ড। একটিতে সাফল্য পেয়েছে ‘মেন ইন ব্লু।’ ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ ম্যাচটি ড্র হয়েছে। ওভালে শেষ টেস্টটিতে জিতলে সমতা ফেরাতে পারবেন শুভমান গিল, মহম্মদ সিরাজরা। আজ যদি ইংল্যান্ড জেতে বা ড্র হয়, তাহলে ট্রফি উঠবে জো রুটদের হাতে। শেষমেশ কোন দিকে গড়ায় ম্যাচের ফলাফল সেই প্রশ্নের উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে। তবে এখনও পর্যন্ত বেশ হাড্ডাহড্ডি লড়াই হচ্ছে দুই পক্ষের মধ্যে। প্রথম ইনিংসে ২২৪ রানে গুটিয়ে গিয়েছিলো ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ধুন্ধুমার গতিতে এগোচ্ছিলো ইংল্যান্ড। সিরাজ ও প্রসিদ্ধের জুটিতে ভরসা রেখে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষকে আটকে রেখেছে ২৪৭-এ। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ভারতের স্কোর ২৯৯/৬। শতরান করেছেন যশস্বী, অর্ধশতক আকাশ দীপের।
ওভালে হাজির রোহিত, দেখুন ভিডিও-
Rohit Sharma at Oval cricket ground today 🙏🏻 pic.twitter.com/r9VNTo9Ndh
— Rupak (@rupakmjdr5536) August 2, 2025