ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলতি প্রথমটেস্টে ভারতীয় দল চালকের আসনে বসে পড়েছে। ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়া দল নিজেদের শুরুয়াতি তিন উইকেট হারিয়ে ফেলেছে। ভারতের এই ম্যাচ জেতার জন্য আর প্রয়োজন ৬ উইকেট। আরো একবার আর অশ্বিন দুর্দান্ত বোলিং করে দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে প্যাভিলিয়ন ফেরত পাঠান।
রোহিত নেন দুর্দান্ত ক্যাচ, ভারত বসল চালকে আসনে
আর অশ্বিন অস্ট্রেলিয়ার সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যান উসমান খোয়াজাকে আউট করেন। খোয়াজা ৪২ বলের মুখোমুখি হয়ে ৮রান করে ক্রিজেছিলেন। তিনি অশ্বিনের বলে একটি বড়ো শট মারতে যান আর সেখানেই ভুল করে বসেন। বল সেখানেই দাঁড়িয়ে যায় আর রোহিত শর্মা দুর্দান্ত ক্যাচ নেন। খোয়াজার কাছ থেকে অস্ট্রেলিয়া দলের ভীষণই আশা ছিল। কিন্তু এবারো সেই আশা পূর্ণ করতে ব্যর্থ হন তিনি।
এখানে দেখে নিন ভিডিয়ো
Mark Waugh's commentary leading up to that dismissal…
Live coverage HERE: https://t.co/TMtG4y3RQz #AUSvIND pic.twitter.com/ZSAszFXeUM
— cricket.com.au (@cricketcomau) 9 December 2018
২৮ রানের স্কোরে অস্ট্রেলিয়া খায় প্রথম ধাক্কা
WICKET! Marcus Harris cuts at one that hasn't got enough width, takes the edge and Pant does the rest.
Australia 44/2 #AUSvIND pic.twitter.com/YnunwTSQmi
— BCCI (@BCCI) 9 December 2018
অস্ট্রেলিয়া ২৮ রানের স্কোরে প্রথম ধাক্কা খায়। এবারো অ্যারণ ফিঞ্চ ভাগ্যবান প্রমানিত হতে পারেননি আর অশ্বিনের বলে উইকেটের পেছনে ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে বসেন। হ্যারিস ২৬ রান করে আউট হন। তিনি নিজের ইনিংসে ৩টি চার মারেন। অশ্বিন উসমান খোয়াজাকে রোহিত শর্মার হাতে ক্যাচ আউট করিয়ে ভারতকে তৃতীয় সফলতা এনে দেন। খোয়াজা ৮ রান করে আউট হন।
ভারতীয় দল ম্যাচে চালকের আসনে
Tea time here on Day 4 at the Adelaide Oval. Australia are 28/1. Ashwin picks Finch for 11 #TeamIndia #AUSvIND pic.twitter.com/l1S9ApIuzZ
— BCCI (@BCCI) 9 December 2018
প্রথমবার অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতকে সম্পূর্ণভাবে চালকের আসনে দেখা যাচ্ছে। জানিয়ে চেতেশ্বর পুজারা (৭১) আর অজিঙ্ক রাহানের হাফসেঞ্চুরির দমে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করে, এর সঙ্গেই ভারত অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্য দেয়।