গতকাল বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে প্রবেশ করল ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়া দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে। ভারতের বানানো ১৯৬ রান তাড়া করতে এসে তাসের ঘরের মতন ভেঙে পড়ে বাংলাদেশ দলের ব্যাটিং। ৫০ রানে জয় সুনিশ্চিত করে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচে জয়ের থেকেও বেশি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বাংলাদেশি প্লেয়ারদের মজা উড়িয়েছেন।
গতকাল বাংলাদেশি ব্যাটসম্যানরা ব্যাটিং করতে এসে কুলদীপ যাদবের ফিরকির সামনে নাজেহাল হয়ে পড়ে। মিডিল ওভারে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখান কুলদীপ। প্রথমে তিনজিদ তামিম, পরে তৌহিদ হৃদয় এবং শেষের দিকে শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) আউট করেন। তিনি আউট হতে ক্রিজে ব্যাটিং করতে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। কুলদীপ উইকেট নেওয়ার জন্য রোহিতকে ফিল্ডিং পরিবর্তনের আর্জি জানান।
Read More: T20 World Cup: ওয়াংখেড়ের বদলা কিংসটাউনে, অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটের লড়াই জমিয়ে দিলো আফগানিস্তান !!
বাংলাদেশি ব্যাটসম্যানদের নিয়ে খিল্লি উড়িয়েছেন রোহিত
এরপর কুলদীপের উপর মেজাজ হারিয়ে রোহিত এমন একটি কথা বলছেন, যা স্ট্যাম্প মাইকে ধরা পড়েছে। রোহিত বাংলাদেশি ব্যাটসম্যানদের টিটকারি কেটে বলেছেন, “কেয়া হ্যায়, খেলনে দে না ইয়ার, আভি আভি আয়া হ্যায় আদা মারানে দে না, এক আউট হুয়া হ্যায় আদা মারানে দে।” আসলে হিটম্যান কুলদীপকে এটা বুঝিয়ে দেন যে বাংলাদেশি ব্যাটসম্যানরা তার বল বুঝতে পারছে না, ওদের (বাংলাদেশি ব্যাটসম্যানদের) একটু খেলতে দিতে বলেন। তারা এমনিতেই ভুলভাল শট খেলে আউট হচ্ছেন।
Rohit Sharma and Stump Mic😂🫶🏻 pic.twitter.com/cSUrBnLJHJ
— Kuljot⁴⁵ (@Ro45Kuljot) June 22, 2024
রোহিতের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গতকাল হিটম্যানের প্রিয় কুলদীপ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন। ভারতের এই জয়ের সাথে সাথে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো আর ভারত বিশ্বকাপ সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল।