ভারতীয় ক্রিকেট দলের সীমিত ওভারের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। রোহিত শর্মা ওয়ানডে ম্যাচের পাশাপাশি টি-২০ ক্রিকেটেও দারুন ছন্দ দেখাচ্ছেন। রোহিতে ব্যাট সীমিত ওভারের ক্রিকেটে প্রচুর রান বৃষ্টি করলেও টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা জায়গা পাচ্ছেন না।
ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে পাচ্ছেন না জায়গা
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ২৫টি টেস্ট ম্যাচ খেলা রোহিত শর্মার টেস্ট রেকর্ড তো এমনিতে খুব একটা ভালো নয়। কিন্তু এই ব্যাটসম্যানকে বারবার টেস্ট ক্রিকেটে দলে শামিল করার দাবী উঠে চলেছে।
রোহিত শর্মা শেষবার এই বছর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলেছিলেন। এরপর তো না তাকে ইংল্যান্ড সফরে টেস্ট দলে সুযোগ পেয়েছেন আর না তো সম্প্রতি শেষ হওয়া ওয়েস্টইন্ডিজ দলে জায়গা পেয়েছেন।
রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফরে শামিল করার পক্ষে সৌরভ গাঙ্গুলী
কিন্তু রোহিত শর্মা যে ধরণের ব্যাটসম্যান তাতে বেশ কয়েকজন প্রাক্তণ তারকা তাকে টেস্ট দলে শামিল করার দাবী জানাচ্ছেন। এখন ভারতীয় দলকে আগামি মাসে অস্ট্রেলিয়া সফরে যেতে হবে যেখানে ভারতকে চার ম্যাচের টেস্ট সিরিজও খেলতে হবে।
অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সামনে সমস্যা আসতে পারে।এই অবস্থায় ভারতীয় দলের নির্বাচন ভীষণই সাবধানীপূর্বক করা হবে। এই দলে রোহিত শর্মার নির্বাচন হবে কি না তা নির্ভর করবে নির্বাচকদের উপর,কিন্তু সৌরভ গাঙ্গুলী রোহিত শর্মাকে টেস্টে সুযোগ দেওয়ার পক্ষে কথা বলেছেন।
রোহিতের অস্ট্রেলিয়া সফরে দেওয়া উচিত সুযোগ
ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন,
“ও সময়ের সঙ্গে নিজের খেলায় বিশ্বাস হাসিল করে নিয়েছে। সেই সঙ্গে অধিনায়কত্বেও। ও এটাও প্রমান করে দিয়েছে। এটা সেই সময় যখন নির্বাচকদের অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মাকে নেওয়া উচিত। ও গত দু’বছরে যথেষ্ট পরিপক্ক হয়ে উঠেছে”।