২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দিকে নজর রেখে ভারতীয় দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দীর্ঘ ৭ বছর বাদে মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ করতে দেখতে পাওয়া যাচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে দুটি ম্যাচের জন্য উপলব্ধ থাকবেন রোহিত। এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন হিটম্যান। আগামী মাসে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর তার আগেই নিজের ব্যাটে জোরালো বার্তা দিয়ে দিলেন রোহিত। আগামী সপ্তাহে এই সিরিজের জন্য ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা হওয়ার কথা। তার আগে রোহিতের এমন ইনিংস নিঃসন্দেহে নির্বাচকদের নজর কাড়বে।
সিকিমের বিরুদ্ধে জ্বলে উঠলেন রোহিত শর্মা

বর্তমানে ওডিআই ফরম্যাটের এক নম্বর ব্যাটসম্যান রোহিতই। এবার শার্দূল ঠাকুরের নেতৃত্বে মুম্বাইয়ের জার্সিতে রোহিতকে দেখতে পাওয়া যাচ্ছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিকিমের বিরুদ্ধে মাঠে নামে মুম্বই। সেই ম্যাচেই রোহিতকে দেখা যায় বিধ্বংসী রূপে। আবার সেই পুরনো ছন্দে জ্বলে ওঠেন রোহিত। মাত্র ৬২ বলেই নিজের শতরান পূর্ণ করেন তিনি। সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন হিটম্যান- ঠিক যেমনটা পুরানো রোহিত করতে অভ্যস্ত ছিলেন। নিমেষের মধ্যে পেরিয়ে যান ১৫০ রানের গণ্ডি। শেষ পর্যন্ত ৯৪ বলে ১৫৫ রান করে আউট হন রোহিত শর্মা। রোহিত তাঁর ইনিংসে ১৮টি চার এবং ৯টি ছক্কা হাঁকান।
Read More: ফর্মে না থাকাই হল কাল, বিশ্বকাপে দলে থেকেও নেতৃত্ব হারালেন সূর্যকুমার যাদব !!
এক সময় মনে হচ্ছিল, দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়বেন তিনি। কিন্তু রোহিত যখন প্যাভিলিয়নে ফেরেন, তখন মুম্বইয়ের জয়ের জন্য বাকি ছিল মাত্র ১০ রান। শেষ পর্যন্ত মুম্বই ৮ উইকেটে সহজ জয় তুলে নেয়। লিস্ট এ ক্রিকেটে এটি তাঁর ৩৭তম শতরান। সিকিমের দেওয়া ২৩৭ রানের লক্ষ্যে মুম্বই কেবলমাত্র ৩০.৩ ওভারেই মাত্র ২ উইকেটের বিনিময়ে রান তাড়া করে ফেলেন। রোহিত ছাড়া অঙ্গঋষ রঘুবংশী ৩৮, মুশীর খান ২৭ রান এবং সরফরাজ খান ৮ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটেও ছন্দে রয়েছেন রোহিত। অস্ট্রেলিয়ায় সিরিজের সেরা হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও রোহিতের ব্যাট থেকে জোড়া হাফ সেঞ্চুরি এসেছে। ২৬ তারিখ উত্তরাখণ্ডের বিরুদ্ধে আবার রোহিতকে খেলতে দেখতে পাওয়া যাবে।