“গলি ক্রিকেট খেলছিস নাকি ?...” রেগে আগুন রোহিত শর্মা, সতীর্থকে দিলেন গালি !! 1

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) বক্সিং ডে টেস্ট ম্যাচটি বেশ জমে উঠেছে। আপাতত চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা সমাপ্ত হওয়ার মুখে। বক্সিং ডে ম্যাচের শুরুতে উপস্থিত ভক্তদের জাগিয়ে তোলেন অভিষেক করা স্যাম কনস্টাস। ২০২৪-২৫ সালের বর্ডার গাভাস্কার ট্রফির উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলেছে। দিনের শুরুতে অস্ট্রেলিয়া যেভাবে ব্যাটিং করেছে তাতে ভারতীয় দলকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেয় ক্যাঙ্গারু ব্যাটসম্যানরা। দিনের শুরুতে বেশ চাপের মুখে দেখায় ভারতীয় দলকে। সেই চাপ চোখে মুখে ফুটে ওঠে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma)।

রোহিত শর্মা সর্বদা তার শান্ত আচরণের জন্য পরিচিত, তবে মাঠের মধ্যে আজ মেজাজ হারিয়ে ফেলেন তিনি। ভারতীয় বোলারদের সমতল MCG পিচ থেকে কিছুটা সহায়তা আহরণের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) কর্মকান্ড দেখে মেজাজ হারিয়ে ফেলেন রোহিত। সিলি পয়েন্টে ফিল্ডিং করা যশস্বী জয়সওয়াল স্টিভ স্মিথের খেলা একটা বল থামানোর চেষ্টা না করাতেই মেজাজ হারিয়ে ফেলেন রোহিত। স্ট্যাম্প মাইকে রোহিতের বকুনি ধরা পড়ে।

জয়সওয়ালের উপর রেগে যান রোহিত

Rohit Sharma, ind vs aus
Rohit Sharma | Image: Getty Images

রবীন্দ্র জাদেজার ওভারের একটি বলে স্টিভ স্মিথ তার দৃঢ় ডিফেন্সের পরিচয় দিয়েছেন। যার মধ্যে একটি বল সিলি পয়েন্টে থাকা জয়সওয়ালের দিকে যায়। তবে জয়সওয়াল বলটি থামানোর পরিবর্তে লাফিয়ে উঠেছিলেন। যেটি পছন্দ হয়নি রোহিতের। সেই সময় স্লিপে ছিলেন ক্যাপ্টেন। রোহিত বলেন, “আরে জায়সু (যশস্বী), গলি ক্রিকেট খেলছিস নাকি? নীচে বসে থাক। যত ক্ষণ বল না খেলছে তত ক্ষণ উঠবি না।”

আজকের ম্যাচের কথা বলতে গেলে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৭২ রান বানিয়েছেন মার্নাস লাবুশেন, ৬০ বানিয়েছেন কনস্টাস। পাশাপাশি, ওপেনার উসমান খাজা ৫৭ এবং স্টিভেন স্মিথ ৬৮ রানে অপরাজিত রয়েছেন। ৬ উইকেটের বিনিনিয়ে ৩১১ রান বানিয়েছে অস্ট্রেলিয়া দল। ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ ৩টি, জাদেজা, ওয়াসিংটন ও আকাশ দীপ ১ টি করে উইকেট পেয়েছেন।

Read Also: Rohit Sharma: নিজের পিঠ বাঁচাতে এই তরুণ তুর্কিকে মেলবোর্নে ‘বলির পাঁঠা’ বানালেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *