বর্তমানে ভারতীয় দল রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে তারা। কিন্তু দলের সাথে নেই মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট ও একদিনের ক্রিকেটে ফোকাস করার জন্য ২০২৩ সালে টি-২০ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে বিশ্বকাপ ট্রফি হাতে ছবি তুলতেও দেখা যায় ভারতীয় টেস্ট ও একদিনের দলের অধিনায়ককে। আইসিসি’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিশ্বকাপ অভিজ্ঞতা ব্যক্ত করেন তিনি। মাঠে একজন ক্রিকেটার হিসেবে এবং মাঠের বাইরে একজন সমর্থক থেকে, বিশ্বকাপের অনুভূতি তাঁর কাছে কেমন তা জানিয়েছিলেন হিটম্যান। মার্কিন সফর শেষে এরপর তিনি ফিরে এসেছেন ‘হোম টাউন’ মুম্বইতে।
গতকাল বাণিজ্য নগরীর রাজপথে দেখা গেলো রোহিতকে (Rohit Sharma)। সাথে ছিলেন স্ত্রী ঋতিকা সাজদেহ’ও। কালো হুডি এবং কালো একটি টুপিতে সজ্জিত ছিলেন রোহিত। স্ত্রী ঋতিকার পরনে ছিলো সাদা পোশাক। ভারতীয় ক্রিকেটের বর্তমান ‘ফার্স্ট কাপল’-এর পাশাপাশি নজর কেড়ে নিয়েছে তাঁদের বাহনটিও। বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ল্যাম্বরঘিনি’র নীল রঙা একটি উরুস মডেলের গাড়িতে চড়ে একটি বিপণীতে হাজির হতে দেখা যায় রোহিত-ঋতিকাকে। গ্যারাজ থেকে যে বাহনটিকে বুধবার মুম্বইয়ের রাজপথে নামিয়েছিলেন রোহিত, তার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। ভারত অধিনায়ক গাড়ির বাইরে আসতেই ভীড় জমে যায় চারপাশে। আপ্লুত সমর্থককূল ছবি ও সেলফির জন্য জড়ো হন রোহিতের গাড়ির আশেপাশে। অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় রোহিতকে (Rohit Sharma)।
Read More: টি-২০’তে দুর্দান্ত পারফরমেন্সের বড় পুরস্কার পেলেন কুলদীপ-তিলক, গড়লেন এই বড় কীর্তি !!
দেখে নিন সেই ভাইরাল ভিডিও-
Rohit Sharma and his wife in the Lamborghini. pic.twitter.com/AY4QwllWA6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 9, 2023
কঠিন পরীক্ষার মুখে রোহিত ও ভারতীয় দল-
আগামী ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এই বছরে যুগ্ম আয়োজক হিসেবে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপে গ্রুপ-এ’তে রয়েছে ভারত। তাদের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ২ রা সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে এশিয়া কাপ (Asia Cup 2023) অভিযান শুরু করতে যাচ্ছে ‘মেন ইন ব্লু।’ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ২০২২ সালের এশিয়া কাপের শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছিলো দলকে। এবার সাফল্যের সরণিতে ফিরতে চাইবে ভারত।
এশিয়া কাপ শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। আর তারপরেই রয়েছে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023)। ১২ বছর বিশ্বখেতাবের মুখ দেখেনি টিম ইন্ডিয়া। গত দুই বার সেমিফাইনাল থেকেই ফিরেছে খালি হাতে। ২০২৩-এর বিশ্বকাপে দেশের মাটিতে নিজেদের তৃতীয় খেতাব জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন অধিনায়ক রোহিত শর্মা এবং তাঁর সতীর্থরা। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর চেন্নাইতে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৪ তারিখ নিজেদের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।