সদ্য প্রকাশ্যে আসা টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি দলে কামব্যাক করলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে রোহিতকে। এই সিরিজটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজের উপরেই নজর রেখে T20 বিশ্বকাপের দল গঠন করা হতে পারে। এই সিরিজে ভারতীয় দলে কামব্যাক করার কথা ছিল রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli)। বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের কাছে এই সিরিজটিকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিরিজ হতে চলেছে। দীর্ঘ ১৪ মাস পরে ভারতীয় দলে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে দলে ফিরে আসার পিছনে রয়েছে এম কিংবদন্তির হাত।
আরও পড়ুন | Rohit Sharma Birthday: কিভাবে পেলেন ‘হিটম্যান’ উপাধি, জীবনসঙ্গী রিতিকার সাথে কোথায় প্রথম আলাপ ? জানুন রোহিত শর্মার জীবন কাহিনী !!
এই কিংবদন্তির জন্যই দলে ফিরলেন রোহিত
ওডিআই বিশ্বকাপ হারের পর রোহিত শর্মা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন তবে তিনি সেই অবস্থা থেকে অনেকটা কাটিয়ে উঠেছেন। এবার T20 দলে কামব্যাক করতে দেখা গেল হিটম্যানকে। বেশ কিছু সূত্রের খবর অনুসারে রোহিত শর্মার টি-টোয়েন্টি দলে ফিরে আসাটা নিছক পরিকল্পনা ছিল। যে পরিকল্পনাটি করেছিলেন ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। যার দৌলতেই ভারতীয় দলে কামব্যাক করলো রোহিত শর্মা (Rohit Sharma)।
শুধুমাত্র অজিত আগারকার নয় প্রাক্তন মহান ক্রিকেটাররাও রোহিতকেই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিল। যাদের মধ্যে অন্যতম হলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। কয়েকদিন আগেই সৌরভের দেওয়া একটি বয়ানে এটা স্পষ্ট হয়েছে যে তিনি ক্যাপ্টেন হিসাবে রোহিতকেই দেখতে চান। মন্তব্য করে সৌরভ বলেছিলেন, “আমার মতে রোহিতের উচিত T20 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া।”
T20 ক্রিকেটের অন্যতম সেরা হলেন রোহিত
T20 ক্রিকেটের বাদশা হলেন রোহিত (Rohit Sharma)। এই ফরম্যাটে দ্বিতীয় সর্বাধিক রান বানিয়েছেন তিনি, ১৪৮ ওডিআই ম্যাচে ৩০.৮২ গড়ে ও ১৩৯.২৫ স্ট্রাইক রেটে ৪ বার শতরান ও ২৯ বার অর্ধশতরান সহ ৩৮৫৩ রান বানিয়েছেন রোহিত। বিগত কয়েক মাস রোহিত যেভাবে ব্যাটিং করেছেন তার ফলে T20 ফরম্যাটে দল বেশ ভালো একটি শুরু পাবে এবং বড় স্কোর গড়তে বা তাড়া করতে সক্ষম হবে।