সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় (India vs Australia ODI Series) ওডিআই দল লজ্জাজনক হারের সম্মুখীন হয়। এই সিরিজে প্রথমবারের মতো একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেন শুভমান গিল (Shubman Gill)। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজ খেলবে ব্লু ব্রিগেডরা। ফলে বিসিসিআই (BCCI) খুব তাড়াতাড়ি একটি শক্তিশালী দল প্রকাশ করবে। সূত্র অনুযায়ী প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে চোটের কারণে আসন্ন এই গুরুত্বপূর্ণ একদিনের সিরিজে নেতৃত্বের দায়িত্ব সামলাতে পারবেন না গিল। এর ফলে কর্মকর্তারা রোহিত শর্মাকে আবারও অধিনায়কের দায়িত্বে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। এবার হিটম্যান ফিরিয়ে দিলেন সেই প্রস্তাব।
Read More: “শামিকে দলে নাও..”, SA’এর বিপক্ষে হারের পর গম্ভীরকে পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলী !!
বাদ পড়ছেন গিল-

ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়ে বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। স্পিনিং পিচে বিপক্ষদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারিনি ভারতীয় ব্যাটসম্যানরা। কে এল রাহুল (KL Rahul), ঋষভ পান্থ (Rishabh Pant) থেকে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বড়ো ইনিংস গড়তে না পারায় দল চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে প্রথম ইনিংসে গিল হাল ধরবেন বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু মাত্র ৩ বল খেলে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক।
ঘাড়ে অসহ্য যন্ত্রণা হওয়ায় তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এমনকি ঘাড়ে যন্ত্রণার জন্য কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি বিসিসিআইয়ের (BCCI) চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ফলে আবার স্বাভাবিক ছন্দে মাঠে ফিরে কবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন তা এখনও নিশ্চিত নয়। এই কারণে সূত্র অনুযায়ী তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজেও দলে দেখতে পাওয়া যাবে না।
প্রস্তাব ফেরালেন রোহিত-

৩০ নভেম্বর থেকে ভারতীয় দল ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে অংশগ্রহণ করবে। বিসিসিআই (BCCI) একটি সূত্র নিশ্চিত করেছে যে এই সিরিজে শুভমান গিলের (Shubman Gill) চোট থাকায় অংশগ্রহণ করবেন না। অন্যদিকে শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer) অস্ট্রেলিয়া সফরে চোটের কবলে পড়েছিলেন। তিনিও বর্তমানে চোট সারিয়ে মাঠে ফেরার জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। ফলে তার পক্ষেও অধিনায়কের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এর ফলে বিসিসিআই কর্মকর্তারা রোহিত শর্মার (Rohit Sharma) কাছে ছুটে যান।
সূত্র অনুযায়ী হিটম্যানকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের দলে নেতৃত্বে দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই তারকা ব্যাটসম্যান অধিনায়কের দায়িত্বে ফিরে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ২০২৩ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2023) ফাইনালে পৌঁছেছিল। অধিনায়ক হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) দেশকে ট্রফি এনে দেন এই তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেরার শিরোপা এনে দিয়েছেন। কিন্তু তারপরও তাকে অস্ট্রেলিয়ার সফরের আগে একদিনের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় বিসিসিআই নির্বাচকরা। এই সিদ্ধান্ত রীতিমতো সমালোচনার মুখে পড়েছিল।