ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI vs IND) তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটি সদ্য সমাপ্ত করলো। পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারত ও ওয়েস্টইন্ডিজের মধ্যে ১০০ তম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত তাদের প্রথম ইনিংসে ১২৮ ওভারে ৪৩৮ রান করেছে। নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ কে স্মরণীয় করে রেখে এই ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করলেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৯ তম সেঞ্চুরি ছিল। পাশাপাশি, বিখ্যাত টেস্ট ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের রেকর্ড’এর সমান করলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের শতরানের পরেও বৃষ্টি মারলো গতকালের ম্যাচ।
Read More: WI vs IND: ত্রিনিদাদে দুরন্ত ছক্কায় ঝোড়ো অর্ধশতক ঈশান কিষণের, জায়গা পাকা করলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার !!
দ্বিতীয় টেস্ট ড্র রূপে হলো সমাপ্ত

আসলে, গত দুইদিন ধরে উইন্ডিজে চলেছে বৃষ্টি, যার কারণে ভারতের পক্ষে যাওয়া ম্যাচটি নাটকীয় ভাবে ড্র করিয়ে দেওয়া হলো। প্রথম ইনিংসে, ক্যাপ্টেন রোহিত ৮০ বানান, তার সঙ্গী যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বানান ৫৭ রান। এছাড়া ৫৬ করেন অশ্বিন (Ravichandran Ashwin) ও ৬১ বানান জাদেজা (Ravindra Jadeja)। তবে, প্রথম ইনিংসে শতরান জুড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০৬ বলে ১২১ রান করেন তিনি। ৪৩৮ রানে ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হলে, উইন্ডিজ জবাবে ১১৫ ওভার ব্যাটিং করে। প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ ৫ উইকেট নিয়ে ভেস্তে দেয় উইন্ডিজের ব্যাটিং। পাশাপাশি, অভিষেক করা মুকেশ কুমার গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে ম্যাচ ভারতের পক্ষে এনে দেন। ২২৫ রানে উইন্ডিজদের ব্যাটিং শেষ হলে আবার টিম ইন্ডিয়া ব্যাটিং করতে আসে, মাত্র ২৪ ওভারেই ১৮১ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। এই ইনিংসে ক্যাপ্টেন রোহিত ও ঈশান কিষান (Ishan Kishan) অর্ধশতরান হাঁকান। তবে, ৩৯৪ রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাটিং করতে এসে চতুর্থ দিন ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান বানায় উইন্ডিজ।
বিরাটকে নিয়ে প্রশংসা করলেন রোহিত

পঞ্চম দিন শুরু থেকেই বৃষ্টির কারণে ভেস্তে যায় টেস্ট। যেকারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র রূপে মেনে নিতে হলো দুই দলকে। তবে, ম্যাচ শেষে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) বেশ প্রশংসা করেছেন বিরাট কোহলির (Virat Kohli)। তিনি কোহলির খেলা ইনিংস দেখে আপ্লুত, তাকে নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, “আপনার এমন কিছু চরিত্র দরকার যারা ইনিংসকে স্থির রাখে, যেমন বিরাট কোহলি যা করেছেন। তিনি দুর্দান্ত খেলেছেন, আপনার সবকিছুর মিশ্রণ প্রয়োজন।আমাদের ব্যাটিং গভীরতা আছে, পাশাপাশি অনেক বৈচিত্র্যও আছে। আমরা সঠিক জায়গায় আছি। একটা দলগত পারফরমেন্সে আমি বিশ্বাস করি। আমি এটি বলেছিলাম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরও। আমরা ধারাবাহিক ক্রিকেট খেলেছি। আমরা খেলার তিনটি দিকেই ফোকাস করতে চাই।” দ্বিতীয় ম্যাচে ম্যাচের সেরা হন মোহাম্মদ সিরাজ।