ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ সামনে উঠে এসেছে। ১০ মাসের মধ্যে দুটি আইসিসি শিরোপা জয় করেছে টিম ইন্ডিয়া, আর সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন ‘হিটম্যান’ রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা আপাতত দুই ফরম্যাট থেকেই সন্ন্যাস নিয়েছেন, কেবলমাত্র তাকে আর ওডিআই ফরম্যাটে খেলতে দেখতে পাওয়া যাবে। সামনেই ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ব্যাটিং অর্ডারের ভিত্তিপ্রস্তর এই অভিজ্ঞ ওপেনার শীঘ্রই অবসর ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। রোহিত শর্মার (Rohit Sharma) অদূর ভবিষ্যত নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, রোহিত শর্মা কোনও নির্দিষ্ট তারিখে আনুষ্ঠানিকভাবে তাঁর অবসরের ঘোষণা দিতে পারেন। যদি সেটাই হয়ে থাকে তো রোহিত শর্মার (Rohit Sharma) অবসরের সাথে সাথে একটি যুগের পরিসমাপ্তি ঘটবে। ভক্তরা সমাজ মাধ্যমে ইতিমধ্যেই এই খবর শুনে আঁতকে উঠছেন।
রোহিত শর্মা শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারেন

ভারতীয় ক্রিকেট এখন বড় ধরনের পরিবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে। সূত্রের খবর, রোহিত শর্মা আসন্ন ২০২৭ ওডিআই ওয়ার্ল্ড কাপ নাকি খেলতে পারবেন না। চলতি বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজেই বিদায় নিতে পারেন রোহিত। এর আগে, অস্ট্রেলিয়ার মাটিতে যেহেতু তিনি তাঁর টেস্ট ক্রিকেটের অবসান ঘটিয়েছিলেন। সে কারণে এটি আংশিকভাবে স্পষ্ট যে তিনি অস্ট্রেলিয়াতেই হয়তো তাঁর প্রিয় ফরম্যাটকে বিদায় জানাবেন। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই সিরিজে ক্যারিয়ার ইতি হতে পারে দুজনের।
Read More; সৌরভ গাঙ্গুলী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই হাতাহাতি-মারামারি, কলকাতা ময়দানের বিরল দৃশ্য !!
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, এই সিদ্ধান্তটি প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। গম্ভীরের নিশানায় রয়েছে ২০২৭’এর বিশ্বকাপ। বিশ্বকাপ জিতেই কোচিং ক্যারিয়ার সমাপ্ত করতে চাইবেন গৌতম। ফিটনেস এবং কাজের চাপের কারণে রোহিতের অংশগ্রহণ সবসময়ই অনিশ্চিত ছিল, পরবর্তী বিশ্বকাপের মধ্যে তার বয়স ৪০ বছর হবে। ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারও (Sunil Gavaskar) রোহিতের খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “নির্বাচন কমিটি নিশ্চয় ২০২৭ সালের কথা ভাবছে। আমার মনে হয়না রোহিত শর্মা বিশ্বকাপ খেলবেন।”
হাসি মুখে জানাবেন বিদায়

বর্তমানে ওডিআই ব্যাটসম্যানদের আইসিসির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হিটম্যান। কয়েক মাস আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের সেরা হয়েছিলেন রোহিত নিজেই। রোহিত ব্লু ব্রিগেডের হয়ে ২৭৩ ম্যাচে ৪৮.৭৬ গড়ে ১১,১৬৮ রান করেছেন। ক্যারিয়ার জুড়ে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ সেঞ্চুরি করেছেন। রোহিত শুধু একজন ব্যাটসম্যান হিসেবে নন একজন সফল অধিনায়কও। তাঁর নেতৃত্বে ভারত দুটি আইসিসি জিতেছে। বর্তমানে রোহিত ফর্মেও রয়েছেন এবং তিনি দলের অধিনায়ক, এই পরিস্থিতিতে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দুঃসাহস দেখাতে চাইবে বিসিসিআই ?