Rohit Sharma: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভরাডুবি! ভারতীয় দলের ব্যাট হাতে নিতান্তই ব্যর্থ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে ৮ উইকেটে পরাস্ত করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে ভারতীয় দল কেবলমাত্র ৪৬ রানেই তাদের ১০ উইকেট হারিয়ে ফেলেছিল। দলের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যম জুড়ে রীতি মতন ক্যাপ্টেন রোহিত রোহিত শর্মার উপর মেজাজ হারিয়েছে ভক্তরা। চলতি সিরিজে ব্যাট হাতে রোহিত শর্মা প্রথম ইনিংসে ২ এবং দ্বিতীয় ইনিংসে ৫২ রানের ইনিংস খেলেছিলেন। তবে তার খেলা এই ইনিংসটি ভারতকে ম্যাচ জেতাতে সক্ষম হয়নি।
নিউজিল্যান্ডের কাছে ৩৬ বছর পর হোম টেস্ট হারলো ইন্ডিয়া
রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষস্থানে রয়েছে। তবে ভারতীয় দলের নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স ছিল একেবারেই নিম্নমানের। বিশ্বের সেরা দল এমন প্রদর্শন দেখাবে তা মেনে নিতেই পারছে না ক্রিকেট ভক্তরা। ভারতীয় দল শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধে নয়, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের প্রথম ম্যাচটিতেও পরাজিত হয়েছিল। গত ১৮ মাসের মধ্যে ঘরের মাঠে তিনটি ম্যাচ হেরেছে ভারত। আর প্রথম ম্যাচে রোহিতের নেওয়া সিদ্ধান্তে একেবারেই খুশি নয় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। প্রসঙ্গত, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। সেই সিদ্ধান্তেই আত্মবলিদান দিতে হয়েছে ভারতীয় দলকে। মূলত ওভারকাস্ট কন্ডিশন এবং নিউজিল্যান্ডের পেশারদের সুইং ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করে রেখেছিল।
ভারত প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে আবার বাউন্স ব্যাক করতে চাইবে। তবে দ্বিতীয় টেস্টে দেখতে পাওয়া যাবে না রোহিত শর্মাকে। চলতি বছর রোহিত শর্মার (Rohit Sharma) টেস্ট গড় অনেকটাই কমেছে। ৩০ এর কাছাকাছি গড়ে রোহিত এই বছরে ব্যাটিং করছেন। তার এই পারফরম্যান্স দলে টিকে থাকার একটি প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। অধিনায়ক হিসেবে রোহিত ওডিআই সিরিজেও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে। ভারতীয় দল শ্রীলংকার মাটিতে ওডিআই সিরিজে একটি ম্যাচেও জিততে সক্ষম হয়নি।
অবসর নিতে পারেন রোহিত
ভারতের এই পারফর্মেন্সের পর রোহিত শর্মার উপরে রীতিমতো ক্ষুব্ধ ছিল ক্রিকেট ভক্তরা, আবার একবার তার পারফরমেন্সের উপরে প্রশ্ন তুলছেন ভক্তরা। ভক্তদের মতে রোহিত শর্মা (Rohit Sharma) উচিত দ্বিতীয় টেস্ট না খেলে বিশ্রাম নেওয়ার। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে। রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবর পারফরম্যান্স দেখিয়ে আসছেন। তাই রোহিতকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন বলেই মনে করছেন ভক্তরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবার আগামী বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। ভারতীয় দল চাইবে আগামী দুটি টেস্ট জয়লাভ করে হোম সিরিজে নিজেদের আধিপত্য বজায় রাখতে।