সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচের পর বড় পদক্ষেপ নিতে পারেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি সিডনিতে অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই সিরিজে সবথেকে বড় ‘হট টপিক’ হয়ে উঠেছেন ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্ম, কয়েক মাস আগে পর্যন্ত তিন ফরম্যাটে দাপিয়ে বেড়ানো রোহিত শর্মা এখন ফর্মের সঙ্গে লড়াই করছেন। তারকা ক্রিকেটার এবার অস্ট্রেলিয়ার মাটিতে ৬.২০ গড়ে ৩১ রান বানাতেই সক্ষম হয়েছিলেন। তাই, নেটিজেনদের মতে তারকা খেলোয়াড়ের শেষ টেস্টটি হতে আগামী সিডনি টেস্টটি।
অবসর নেবেন রোহিত
এই সিরিজের মাঝখানে, টিম ইন্ডিয়ার অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ক্রিকেট থেকে আলবিদা ঘোষণা করেছেন। এবার রোহিত শর্মার পালা এসেছে তার ক্যারিয়ার নিয়ে বড় সদ্ধান্ত নেওয়ার। সূত্রের খবর, রোহিত শর্মা (Rohit Sharma) সিডনি টেস্টের পর অবসরের ঘোষণা করবেন। জানা গিয়েছিল, রোহিত নাকি বছর শেষে মেলবোর্ন টেস্ট খেলে অবসর নেবেন, তবে সিরিজের মাঝ পথে আনার অধিনায়কত্ব ছাড়ার কোনো সিদ্ধান্ত নিতে চাইবেন না তিনি, টিম ম্যানেজমেন্টও তাকে শেষ ম্যাচে ক্যাপ্টেন হিসাবে দেখতে চসিছে। তাই সিরিজের মাঝখানে অধিনায়কত্ব ছাড়বেন না তিনি। সিডনি টেস্টের পর তিনি এই বড় সিদ্ধান্ত নেবেন।
Read More: নতুন বছরে কপাল পুড়ল বিরাট-রোহিতের, ইংল্যান্ডের বিরুদ্ধে ODI থেকে থেকে বাদ দুই তারকা !!
ছন্দ হারিয়েছেন ক্যাপ্টেন
টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক অজিত আগারকারও (Ajit Agarkar) অস্ট্রেলিয়ায় রয়েছেন। জানা গিয়েছে, তিনি নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে রোহিতের সঙ্গে দীর্ঘ আলাপালোচনা করেছেন। তিনি রোহিতকে বিসিসিআইয়ের পরিকল্পনা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তাই রোহিত শর্মার এখন অবসর নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই। ক্রিকেট ব্যাটরোহিতের অবসরের কারণ তার দুর্বল ব্যাটিং এবং তার টেস্ট অধিনায়কত্ব। গত বছর হোম সিজিনেও ব্যার্থ ছিলেন রোহিত, তাছাড়া ক্যাপ্টেন হিসাবে এখনও গত ৭ ম্যাচে ৬ বার পরাজয়ের শিকার হয়েছেন তিনি। গত ৮ টেস্টে রোহিত ৮ ম্যাচের ১৫ ইনিংসে ১১ গড়ে ১৬৫ রান করেছেন। আবার দেশের বাইরে গত ৫ ইনিংসে ৬ গড়ে ৩১ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ রান ছিল মাত্র ১০।