ওপেনিংয়ে ফিরছেন রোহিত, বক্সিং টেস্ট ম্যাচের জন্য ঘোষণা হলো ভারতীয় দলের একাদশ !! 1

IND vs AUS: বিগত কয়েক মাস ধরে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। ক্যাপ্টেনের ফর্ম রীতিমতো চিন্তার বিষয়বস্তু হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্টের কাছে। অস্ট্রেলিয়া সফরে বাকি রয়েছে দুইটি ম্যাচ। ক্যাপ্টেন রোহিত শর্মার ভবিষ্যৎ নির্ধারণ করছে এই দুই ম্যাচের উপরেই। ইতিমধ্যেই ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা ঘোষণা করেছেন। তবে ভারতীয় দলের দুই প্রমুখ ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) দুজনকে ছন্দহীন দেখাচ্ছে। ভারতীয় দলের তারকা দুই ব্যাটসম্যানকে আগামী দুই ম্যাচে বড় রান বানাতে হবে।

এর আগে বহুবার নিজেদের প্রমাণ দিয়েছেন তারা। তবে গত কয়েক মাস ধরে শান্ত রয়েছে দুজনারই ব্যাট। যদিও সিরিজের প্রথম ম্যাচে শতরান হাঁকিয়ে ছিলেন কোহলি। কিন্তু পরবর্তী দুই টেস্টে নিতান্তই ব্যর্থ হয়েছেন কিং কোহলি। অন্যদিকে রোহিত শর্মা চলতি সিরিজে এখনও পর্যন্ত দুই টেস্টের তিন ইনিংস কুড়ি রানের গন্ডি পার করতে পারেননি। আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলা চতুর্থ টেস্ট ম্যাচের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে এবার ক্যাপ্টেন রোহিত শর্মা আর আত্ম বলিদান দিতে চাইছেন না এবার নিজের পছন্দের ও সফলতার পজিশনে ফিরতে চলেছেন।

Read More: IND vs AUS 4th Test Preview: মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর শপথ ভারতের, জয়ই ‘পাখির চোখ’ অস্ট্রেলিয়ার !!

ওপেনিংয়ে ফিরছেন রোহিত

Rohit Sharma,ind vs aus
Rohit Sharma | Image: Getty Images

আগামীকাল রোহিতকে ওপেনিং করতে দেখা যাবে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ৩টি টেস্টে ভারতের হয়ে ওপেন করেন লোকেশ রাহুল (KL Rahul)। ওপেনার হিসেবে তিনি বেশ সফল হয়েছেন। তিন টেস্টে ভারতের হয়ে সব থেকে বেশি ২৩৫ রান সংগ্রহ করেছেন রাহুল। দুটি অর্ধ-শতরানের ইনিংসও খেলেছেন তিনি। তবে সিরিজের চতুর্থ টেস্টে ভারতীয় ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে না রাহুলকে। আসলে হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেতে আবার ওপেনিংয়ে ফিরতে চলেছেন রোহিত শর্মা। তবে, এখানেও রয়েছে চমক।

রোহিত ওপেনে ফিরলেও লোকেশ রাহুলকে মিডল অর্ডারে ফেরত পাঠানো হবে না। তিনি শুভমন গিলের (Shubman Gill) জায়গায় তিন নম্বরে। সুতরাং, বক্সিং ডে টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে রীতিমতো চমক দেখতে পাওয়া যাবে। ওপেনিংয়ে বেশ সফল হয়েছেন রোহিত। বিগত কয়েক বছর ধরে তিন ফরম্যাটে ওপেনার হিসাবে সর্বাধিক রান তিনিই বানিয়েছেন। অজিদের বিরুদ্ধে আগামীকাল ব্যাট হাতে রোহিতের থেকে রান দেখতে চাইবে ক্রিকেট প্রেমীরা।

Read Also: IND vs AUS 4th Test: BCCI’এ চললো রোহিতের দাদাগিরি, অস্ট্রেলিয়া সফরে সু্যোগ দিলেন না ‘চোখের বালি’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *