২২ নভেম্বর থেকে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে চলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নজরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এই সিরিজটি খুবই প্রয়োজনীয়। তবে এই সিরিজটি নিয়ে ভক্তদের মধ্যে চর্চা শুরু হয়েছে, জানা গিয়েছে রোহিত (Rohit Sharma) নাকি এই সিরিজের প্রথম দুই টেস্টের জন্য উপলব্ধ থাকবেন না। জানা গিয়েছে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাস্কার ট্রফিতে দলের সাথে অস্ট্রেলিয়ায় যাবেন না। RevSportz-এর একটি রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ খেলবেন না রোহিত
ভারত জাতীয় ক্রিকেট দল রবিবার (১০ নভেম্বর) এবং সোমবার (১১ নভেম্বর) দ্বিতীয় ভাগে অস্ট্রেলিয়া সফর করবে। তবে রোহিত শর্মা কোনো ভাগেরই অংশ হতে পারবেন না। প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে। তার আগে অস্ট্রেলিয়া যেতেই পারেন রোহিত। কিন্তু দলের সঙ্গে যাওয়া হচ্ছে না তাঁর। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “রোহিত এখনই অস্ট্রেলিয়া যাচ্ছে না। তবে প্রথম টেস্ট খেলবে না এমন নয়। ও পরের সপ্তাহে অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারে।”
প্রথমে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলবেন না বলে একটি ইঙ্গিত দিয়েছিলেন রোহিত শর্মা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ শেষে রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছিলেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ নাও খেলতে পারেন। শোনা গিয়েছিল, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন নাকি তার দ্বিতীয় সন্তানের জন্ম হবে। তবে গত শুক্রবার বিসিসিআইয়ের মিটিয়ে ঠিক হয় রোহিত নাকি প্রথম ম্যাচ থেকেই খেলতে চান।
রোহিতের বদলে বুমরাহ দেবেন দলকে নেতৃত্ব
তবে জানা গিয়েছে রোহিত শুধু পার্থ টেস্ট নয় বরং ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টেও দেখা যাবে না ক্যাপ্টেন রোহিতকে (Rohit Sharma)। অর্থাৎ সিরিজের শুরুতেই অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হতে পারে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে, তার পথ আগের চেয়ে আরও কঠিন হয়ে উঠবে, কারণ তিনি গত কয়েকটি ম্যাচে ফর্ম হারিয়েছেন, তাছাড়া দলের অধিনায়ক রোহিতই ছিলেন। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে গৌতম জানিয়ে দিয়েছেন রোহিতের পরিবর্তে জশপ্রীত বুমরাহকে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে এবং কেএল রাহুল কিংবা অভিমন্যু ঈশ্বরণ তার জায়গায় ওপেনিং করতে পারেন।