rohit sharma , rcb, mi
Rohit Sharma | Image: Getty Images

আইপিএলের অন্যতম শক্তিশালী দল হলো মুম্বই ইন্ডিয়ান্স, ৫টি আইপিএল শিরোপা প্রথম দল হলো মুম্বই ইন্ডিয়ান্স। ২০২০ সালের পর থেকে মুম্বই শিবিরে আসেনি কোনো আইপিএল শিরোপা, তার জেরেই ক্যাপ্টেনসি থেকে ছাঁটাই হয়েছিল আইপিএলের অন্যতম সফল ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই দলে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ফিরিয়ে আনার পর রোহিতকে বদলে হার্দিককে দলের ক্যাপ্টেন বানানো হয়। তৎকালীন সময়ে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রোহিত, আর প্রথম বারের জন্য ভারতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও আইপিএলে তিনি ক্যাপ্টেন ছিলেন না।

রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে নেয় MI টিম ম্যানেজমেন্ট

Rohit Sharma, ipl 2025
Rohit Sharma | Image: Getty Images

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী বানিয়েছে। ২০০৭ সালের পর অবশেষে ২০২৪ সালে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ খেতাব জয় করেছে। যাইহোক, বিশ্বকাপ জয় করে রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আলবিদা ঘোষণা করেছেন। রোহিতকে আসন্ন আইপিএলে মুম্বই দলে দেখা যাবে না বলে একাংশের মত। ভারতীয় ক্রিকেট দলের দুই বড় ফরম্যাটের অধিনায়ক হলেন রোহিত শর্মা। একটি সাক্ষাৎকারে রোহিত জানিয়ে ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয়লাভ করে ট্রফি জয়ের নেশা দ্বিগুন হয়েছে রোহিতের।

Read More: ৪,৪,৪,৪,৪,৬,৬… ইরানি ট্রফিতে পৃথ্বীর ব্যাট থেকে আসলো রানের ঝড়, মাত্র ৩৭ বলে করলেন এত রান !!

অনুষ্ঠানে রোহিত জানান তিনি আইপিএলে ৫বার ট্রফি জিতেছেন এবং ভবিষ্যতে তিনি আবার ট্রফি জিততে চান। সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএলে রোহিত শর্মাকে অন্য দলে দেখতে পাওয়া যাবে। নিলামের আগেই রোহিতকে মুক্তি দিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি। তাই রোহিতকে দলে টেনে নেবে অন্য ফ্রাঞ্চাইজি। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির নজরে রয়েছেন রোহিত শর্মা, ভারতীয় দলের অধিনায়ক রোহিতকে দলে টানতে পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস দল রোহিতকে টার্গেট করবে।

রোহিতকে কিনতে কোটি টাকা খরচ করবে লখনৌ

Rohit Sharma,ipl 2025
Rohit Sharma | Image: Getty Images

সূত্রের খবর, রোহিত শর্মার (Rohit Sharma) জন্য প্রায় ৩০ কোটি টাকা পর্যন্ত খরচা করতে রাজি রয়েছে লখনৌ সুপার জায়ান্টস ফ্রাঞ্চাইজি। একটি সাক্ষাৎকারে লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, “৫০ কোটি টাকা দিয়ে কাউকে যদি কেনা হয় তাহলে বাঁকি প্লেয়ার কিনতে কিছুই (টাকা) থাকবে না। আদেও রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বে কিনা সেটা বড় বিষয়, যদি তারা ছাড়ে তাহলে তো অবশ্যই (কিনবো), ওরকম খেলোয়াড় পাওয়া খুবই ভাগ্যের।” খুব শীঘ্রই প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের ৫ জন রিটেন প্লেয়ারদের তালিকা পেশ করবে।”

Read Also:  Rohit Sharma: “আরও একটা বিশ্বকাপ চাই…” অধিনায়ক রোহিতের কাছে আবদার সমর্থকদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *