২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা যাবে আইপিএল নিলামে। বিগত কয়েক মাস ধরেই রোহিত শর্মাকে নিয়ে বড় চর্চা চলছে সমাজ মাধ্যম জুড়ে। বিশেষ করে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে ক্রিকেটপ্রেমীদের রোহিতকে আবার ক্যাপ্টেন হিসেবে দেখার মন চেয়েছে। বেশকিছু সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএল নিলামের আগে রোহিত শর্মাকে রিটেন করবে না মুম্বাই ইন্ডিয়ান্স। যে কারণে নিলামের মঞ্চে নাম লেখাবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। প্রথমবার নিলামের মঞ্চে তিনি হায়দ্রাবাদের পুরানো ফ্রাঞ্চাইজি ডেকান চার্জাস দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপর দ্বিতীয়বার যখন তিনি আইপিএল নিলামে উঠেছিলেন তখন রেকর্ড মূল্যে মুম্বাই ইন্ডিয়ান্স দলে সামিল হয়েছিলেন।
MI এর জার্সিতে ১৪ বছর খেলেছেন রোহিত
২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেছেন রোহিত। পাশাপাশি ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স জনপ্রিয় ফ্রাঞ্চাইজি থেকে একটি সফল ফ্রাঞ্চাইজিতে পরিণত হয়েছে। ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম আইপিএল ট্রফির স্বাদ গ্রহণ করেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে পাঁচবার শিরোপা জয় করেছেন রোহিত শর্মা। যদিও মহেন্দ্র সিং ধোনি ২০২৩ সালে চেন্নাই সুপার কিংস দলের জার্সিতে পঞ্চম বারের জন্য আইপিএল শিরোপা জয় করে রোহিতের রেকর্ডে সমতুল্য করে ফেলেছেন।
গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মার পরিবর্তে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে পুনরায় MI দলে সামিল করেছিল। এমনকি ভবিষ্যতের কথা বিচার করে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল। যদিও ক্যাপ্টেন পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের সফর একেবারেই ভালো ছিল না। টুর্নামেন্ট জুড়ে কেবলমাত্র চারটি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দল। এমনকি টেবিলের একেবারেই শেষ পর্যায়ে সমাপ্ত হয় মুম্বাইয়ের যাত্রা। গত মৌসুমেই মুম্বাই দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার মুম্বাই যাত্রা নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল।
নিলামে নাম লেখাবেন হিটম্যান
বেশ কিছু বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আর কোনদিনই দেখতে পাওয়া যাবে না। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, রোহিত শর্মা (Rohit Sharma) আসন্ন মৌসুমে আইপিএলে অধিনায়কত্ব করতে চাইছেন। তাছাড়া নতুন দলকে নেতৃত্ব দিতে আশাবাদী রোহিত শর্মা। তাই আইপিএলের মেগা নিলামে তৃতীয়বারের জন্য হিটম্যানকে দেখতে পাওয়া যাবে। শোনা গিয়েছে দিল্লি ক্যাপিটালস আসন্ন আইপিএলে ঋষভ পন্থকে (Rishabh Pant) মুক্তি দিতে চলেছে। সে কারণে দলের নতুন অধিনায়ক হিসেবে রোহিত শর্মার জন্য কোটি টাকা খরচা করতে রাজি রয়েছে দিল্লির এই ফ্রাঞ্চাইজি।