বিশ্বকাপের আগে বড় চমক, টিম ইন্ডিয়ার মেন্টর ভূমিকায় রোহিত শর্মা !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই চাপ, উত্তেজনা আর সূক্ষ্ম কৌশলের লড়াই। তারউপর দেশের মাটিতে বিশ্বকাপ খেলা এবং শিরোপা রক্ষা করাও খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে টিম ইন্ডিয়ার কাছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এবারের টুর্নামেন্টে ভারত অন্যতম ফেভারিট দল হলো টিম ইন্ডিয়া। তবুও দল গঠন নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনও নির্দিষ্ট প্রতিপক্ষ নয়, বরং নিজেদের দলের সঠিক কম্বিনেশন। বিশ্বকাপের কাজে রোহিত একটি সাক্ষাৎকারে ভারতীয় দল নিয়ে বিশ্লেষণ করেছেন। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয়লাভ করেছিল। বিশ্বকাপ জিতে অবশ্য অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা, এবারের বিশ্বকাপে তাকে ব্র্যান্ড এম্বাসেডরও বানানো হয়েছে।

নতুন দায়িত্ব পেতে চলেছেন রোহিত শর্মা

Rohit Sharma, sourav ganguly,gambhir, team india রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

তবে, সাবেক ভারত অধিনায়ককে নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে। রোহিত তাঁর ইনস্টাগ্রাম একটি স্টোরি শেয়ার করছে যেখানে লেখা আছে, “New role incoming, Lead….India” ,  রোহিতের এই স্টোরি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরী হয়েছে। অনেক ভক্তের মতে রোহিত শর্মা নাকি আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের মেন্টর হতে চলেছেন। ভারতীয় দল বর্তমানে টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারত একটিও সিরিজ হারেনি এই ফরম্যাটে। কোচ গম্ভীর ও সূর্যের সংমিশ্রন ভারতীয় দলকে এই ফরম্যাটে সোনালী সূচনা দিয়েছে। এবার পালা বিশ্বকাপ জয়ের।

Read More: ‘মাথায় পোকা হয়েছে গম্ভীরের..’, নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ে সমালোচনার মুখে ভারতীয় দল !!

গম্ভীর ও স্কাই জুটি কয়েক মাস আগেই এশিয়া কাপ জয় করেছে। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দল অপরাজিত ভাবেই সমাপ্ত করেছিল। ভারতীয় দলের জয়ের ধারা আসন্ন বিশ্বকাপে অব্যহত রাখার জন্য বড় সিদ্ধান্ত নিতে পারে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। বিশ্বকাপের জন্য রোহিত শর্মাকে মেন্টর করলে তা দলের পক্ষে লাভ জনক হবে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমএস ধোনিকে (MS Dhoni) ভারতীয় দলের মেন্টর করা হয়েছিল। তবে, সেবার ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। এমনকি, ভারত সেবার নক আউট পর্যায়ে পৌঁছাতে পারেনি। রোহিত শর্মা বর্তমানে ওডিআই দলের সঙ্গে যুক্ত, রোহিত যদি এই গুরুদায়িত্ব পেয়ে থাকেন তাহলে ভারতের কাছে এটি মস্তবড় প্লাস পয়েন্ট হতে চলেছে।

Read Also: বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন ঈশান কিষাণ, মাথায় হাত ভারতীয় দলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *