IPL 2025: মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতা পেয়েছে। ৫ বার করে ট্রফি উঠেছে তাদের হাতে। ফলে প্রতিবছরই এই দুই দলকে নিয়ে ভক্তদের মধ্যে বেশি উন্মাদনা লক্ষ্য করা যায়। কিন্তু গত কয়েক বছরে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) পারফর্মেন্স সমালোচনার মুখে পড়েছে। গত বছর তারা পয়েন্ট তালিকায় একেবারে নিচে শেষ করেছিল। এই বছর আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। ফলে আজ গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে একাদশে ঘটতে পারে একাধিক পরিবর্তন। রোহিত শর্মাকে (Rohit Sharma) ছাড়াই মাঠে নামতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স।
গুজরাটের বিপক্ষে অনিশ্চিত রোহিত শর্মা-

গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স (MI) কর্মকর্তারা গুজরাট টাইটান্স (Gujarat Titans) থেকে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ফিরিয়ে এনে দলে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয়। এর ফলে পাঁচবারের ট্রফি জয়ী রোহিত শর্মা (Rohit Sharma) নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যান। সেই সময় ভারতীয় ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছিল। গত বছর দলের দায়িত্ব পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে সফলতা এনে দিতে পারেননি হার্দিক (Hardik Pandya)। তবে এই বছর তিনি সম্পূর্ণভাবে নতুন করে দল সাজিয়ে লড়াইয়ে নামতে চাইছেন। চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের অপরাধে নিষিদ্ধ থাকার কারণে এই ভারতীয় তারকা অলরাউন্ডার একাদশে ছিলেন না। দলে অধিনায়ক হিসেবে ফিরেই এবার রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে চিন্তাভাবনার শুরু করেছেন মুম্বাই অধিনায়ক। ব্যাট হাতে রোহিত প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। ফলে তিনি আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে একাদশের বাইরে চলে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। এর ফলে মুম্বাইয়ের হয়ে রায়ান রিকেলটনের (Ryan Rickelton) সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে উইল জ্যাকসকে (Will Jacks)।
ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ রোহিত-

আইপিএলে এখনও পর্যন্ত রোহিত শর্মা (Rohit Sharma) ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন। ফলে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং দিনেশ কার্তিকের (Dinesh Karthik) সঙ্গে শীর্ষে পৌঁছে গেছেন তিনি। চেন্নাইয়ের (CSK) বিপক্ষে এই বছর আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) প্রাক্তন অধিনায়ক ৪ বলে শূন্য রান করে মাঠের বাইরে চলে যান। অন্যদিকে গত বছর আইপিএলেও তিনি ব্যাট হাতে দলকে ভরসা দিতে ব্যর্থ হন। ১৪ ম্যাচে একটি শতরান এবং একটি অর্ধ শতরানের সঙ্গে করেছিলেন ৪১৭ রান। ফলে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় এই বছর গোটা মরসুম বেঞ্চে বসেই কাটাতে হতে পারে রোহিত শর্মাকে (Rohit Sharma)। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত আইপিএলে ২৫৮ ম্যাচে করেছেন ৬৬২৮ রান।