চলতি বছরের শুরুতে, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আইসিসি ইভেন্টে ভারতের কীর্তিমান রচনা শুরু হয়েছে। অপরাজিত ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছিল ভারত। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে এটি ছিল ভারতের প্রথম আইসিসি ইভেন্ট। আর ভারতীয় দল প্রথম বারে তাকে হতাশ করেনি। ২০১৩ সালের পর ২০২৫ সালে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জেতে টিম ইন্ডিয়া। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতের কোচের নাম সরকারি ভাবে থাকলেও প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রাক্তন ভারতীয় দলের ক্যাপ্টেন ও প্রাক্তন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) আসল কৃতিত্ব দিলেন।
রোহিতের হাত ধরেই আইসিসি ট্রফি জেতে ভারত

মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে রোহিত স্পষ্ট বলে দিলেন, দ্রাবিড়ীয় পদ্ধতি অনুসরণ করেই দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত! ভারতীয় ক্রিকেটে আইসিসির খরা কাটিয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার জুটি। দেশের মাটিতে ২০২৩ সালে একটি স্বপ্নের বিশ্বকাপ হারিয়েছিল ভারত। সেই সময়েই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল রাহুলের। তবে রোহিতের অনুরোধে আরও একটি বিশ্বকাপে থেকে যান রাহুল। ২০২৩’এর ফাইনাল হারলেও ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫’এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।
Read More: “আরও খারপ কিছুর জন্য তৈরি থাকো..”, রোহিত শর্মার বিষয়ে সতর্ক করে ভক্তদের বার্তা সুনীল গাভাস্কারের !!
রোহিত মন্তব্য করে বলেন, “আমি বিশ্বকাপজয়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলটিকে মন থেকে ভালোবাসি। বছরের পর বছর ধরে দলের খেলোয়াড়দের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে আমার। পরস্পর দুটি ট্রফি এক বা দুই বছরের পরিশ্রমের ফসল ছিল না বছরের পর বছর ধরে সেই সাধনা চালিয়ে যাওয়ার পর অবশেষে মোক্ষলাভ হয়েছিল।” আইসিসি ইভেন্টে ভালো খেলেও ভারতীয় দল শিরোপা জয় থেকে বিরত থেকেছে। এ প্রসঙ্গে মন্তব্য করে রোহিত বলেছেন, “গত কয়েক বছরে আমরা অনেকবার বড় ট্রফির কাছাকাছি এসেছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা জিততে পারেনি। তাই আমাদের মনে হয়েছিল অন্য কিছু করে দেখানোর।”
রাহুল দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ রোহিত

শিরোপা জয়ের প্রসঙ্গে রোহিত বলেন, “আমাদের দুটো জিনিস বুঝতে হবে। এক, ট্রফি জয়ের কথা নিয়ে মাঠে নামা আর দুই, মাঠে নেমে সত্যি কারের ট্রফি জিতে দেখানো। আর সেটা শুধু ১-২ জন খেলোয়াড় ভাবলে চলবে না। সবাইকে ভাবতে হবে, সবাইকে বিশ্বাস করতে হবে। আর আমাদের দল সেটাই করেছিল।” তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেপথ্যে দ্রাবিড়ীয় মন্ত্রের কথা উল্লেখ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। এমনকি, হেড কোচ গম্ভীরের নাম উচ্চারন করলেন না রোহিত।
রোহিত বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির সময় গোটা দল এটা বুঝে নিয়েছিল যে কিভাবে ম্যাচ জেতা যায় ও জিততে হবে। কীভাবে মাটিতে পা রেখে নিজেদের চ্যালেঞ্জ করতে হবে। ২০ ওভারের বিশ্বকাপ জেতার সময় আমাকে আর আমাদের তখনকার কোচ রাহুল ভাইকে টিমের সেই মনোভাব সত্যি সাহায্য করেছিল। আর সেই দর্শন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনুসরণ করি। ২৩’ এর বিশ্বকাপ ফাইনালে আমার জিততে পারেনি তবে দল হিসেবে আমাদের কাছে তখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমাদের কিছু একটা করে দেখাতেই হবে। পুরো দল সেটা করেই দেখিয়েছিল।”