Rohit Sharma: পরিসমাপ্তি ঘটেছে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ বৃষ্টির কারণে পরিসমাপ্তি ঘটেছে। কোনো ফলাফল ছাড়াই তৃতীয় টেস্ট পরিসমাপ্তির পর দুই দলের খাতায় একটি করে ম্যাচ জয় রয়েছে। ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে অজিদের বিরুদ্ধে বাঁকি দুই ম্যাচে জয়লাভ করতে হবে। গত দুই ম্যাচে, ভারতীয় দলের ব্যাটিং ধস দেখা গিয়েছে। পার্থের দ্বিতীয় ইনিংস ছাড়া ভারতীয় দলের ব্যাটসম্যানরা রান বানাতে ব্যার্থ হয়েছে। ভক্তরা, চতুর্থ টেস্টে ভারতীয় দলে পরিবর্তন দেখতে চায়। বিশেষ করে চ্যাম্পিয়ন পেসার মোহাম্মদ শামিকে (Mohammed Shami) দলে দেখতে চায় ভক্তরা। তবে, ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) শামিকে এখনই দলে ডাকতে চাইছে না।
শামিকে নিয়ে মুখ খুললেন রোহিত
দ্বিতীয় ম্যাচ শেষে রোহিত শামিকে নিয়ে মুখ খুলে বলেছিলেন শামি পুরোপুরি সুস্থ নন তাই তাকে দলে এখনও সুযোগ দেওয়া হয়নি। তবে অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। তারকা খেলোয়াড় শামি বাংলার হয়ে রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুরন্ত বোলিং করেছেন। তবে ক্যাপ্টেন রোহিতের কথায় শামি এখনও পুরোপুরি সুস্থ নন। এমনকি রোহিতের মতে, শামি কতটা ফিট সে বিষয়ে তাঁর থেকে ভাল জবাব জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা দিতে পারবেন।
Read More: “মেরে ফেলবে নাকি ?…” মিডিয়ার সামনে ব্যাকফুটে রোহিত শর্মা, রাহানে-পূজারাকে নিয়ে দিলেন মস্ত বড় বয়ান !!
সাংবাদিক সম্মেলনীতে যখন রোহিতকে জিজ্ঞাসা করা হয় শামিকে নিয়ে। তিনি মন্তব্য করে জানান, “আমার মনে হয় এ বার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে কাউকে (শামির ফিটনেস নিয়ে) জবাব দেওয়া উচিত। শামি ওখানেই রিহ্যাব করছেন। তাই উনি কতটা ফিট সেটা ওখানকার চিকিৎসকেরাই বলতে পারবেন। আমি জানি মোহাম্মদ শামি ঘরোয়া ক্রিকেট খেলছেন, তবে এটাও শুনেছি ওনার হাঁটুতে সামান্য সমস্যা রয়েছে। আমি চাইনা, এখানে খেলতে এসে সিরিজের মাঝপথে কোনও ক্রিকেটার বাদ যাক।
শামিকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না রোহিত
রোহিতের মতে কোনো খেলোয়াড়ের চোট নিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয়। মন্তব্য করে রোহিত বলেন, “আমরা ১০০ নয়, ২০০ শতাংশ নিশ্চিত হওয়ার পরেই কাউকে দলে নিতে পারি। আমরা এভাবে কাউকে নিয়ে ঝুঁকি নিতে পারিনা। আমি আগেও বলেছি, সবার জন্য দরজা খোলা রয়েছে। যারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন, তারা সুস্থ হয়ে দলে ঢুকতে পারে তা হলে আমার থেকে খুশি কেউ হবে না।” প্রসঙ্গত, অ্যাডিলেড টেস্টের পরে রোহিত আবার জানিয়েছিলেন যে, শামিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট বোর্ড।