ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমান সময়ে রোহিতের থেকে ওডিআই ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে। রোহিতের পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ওডিআই সফর শুরু করতে চলেছে আগামী ১৯ অক্টোবর থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল তিনটি ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মূলত দলের খেলোয়াড়দের প্রদর্শনের উপরে নির্ভর করে থাকবে ২০২৭ সালের বিশ্বকাপের জন্য রোড ম্যাপ তৈরি হবে। ইতিমধ্যেই অজিত আগারকার (Ajit Agarkar) ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। যে কারণে আসন্ন বিশ্বকাপের আগে অধিনায়কের পরিবর্তন থেকে শুরু করে দলে একাধিক পরিবর্তন দেখা যাচ্ছে।
অধিনায়িকত্ব হারালেন রোহিত শর্মা

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করার পর ভক্তরা ভেবেছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ২০২৭ সালের বিশ্বকাপটি খেলতে চলেছে। তবে রোহিত শর্মাকে নিয়ে এখনও পর্যন্ত জল্পনা কমেনি। বেশ কিছু সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নিজের ক্যারিয়ার শেষ করতে চলেছেন রোহিত শর্মা। এমনকি মুখ্য নির্বাচক অজিত আগারকার, রোহিতের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোন আপডেট দিতে পারেননি। তার মতে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি নাকি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলবেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি। রোহিত তাঁর নিজের ক্যারিয়ার কবে শেষ করবেন সেটি তিনি নিজেই জানেন। এক সাক্ষাৎকারে রোহিত বলেছিলেন তাঁর অবসরের তারিখ।
Read More: চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে ধনশ্রী, এই জনপ্রিয় তারকার সঙ্গে বাঁধছেন গাঁটছড়া !!
অবসর নিয়ে মস্ত বড় সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৪-২৫ সালের টেস্ট সিরিজে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তিনি শেষ টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। রোহিত না খেলাতে স্টার স্পোর্টসের উপস্থাপক যোতিন সাপ্রু এবং প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। রোহিত সেই সাক্ষাৎকারে বলেন, “কেউ একজন মাইক, ল্যাপটপ নিয়ে বসে আছে ভিতরে, এই কথা-সেই কথা বলে যাচ্ছে, তাদের কথায় আমাদের জীবন বদলায় না। আমরা এতদিন ধরে এই খেলাটি খেলে আসছি। সেই লোকেরা সিদ্ধান্ত নিতে পারে না যে আমরা কখন যাব, কখন খেলব না, কখন বাইরে বসে থাকব, অথবা কখন আমার অধিনায়কত্ব করা উচিত। আমি বুদ্ধিমান, পরিণত, দুই সন্তানের বাবা। জীবনে আমি কী চাই সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে।“