রোহিতের প্রেমে বুঁদ ফ্র্যাঞ্চাইজির মালকিন, আইপিএলের অজানা রোমান্স ফাঁস !! 1

বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ও জনপ্রিয় মুখ হলো সাবেক ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। ভারতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে যেমন তিনি সাফল্যের শিখরে। ৩৮ বছর বয়সে ওডিআই ফরম্যাটে এক নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় সিরিজের সেরাও হয়েছেন রোহিত। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকান রোহিত। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও তাঁর নাম লেখা থাকবে সোনার অক্ষরে। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র একজন ক্রিকেটারের নয়, বরং একটি যুগের প্রতীক। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনসি পাওয়ার পর রোহিত নিজের ভাগ্যের সাথে সাথে মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য একেবারে বদলে দিয়েছিলেন।

IPL’এ  সফল রোহিত শর্মা

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

ক্যাপ্টেনসি পাওয়ার পর রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স দলটিকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, তা আজও অনেক ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে স্বপ্ন। মুম্বইয়ের হয়ে রোহিত মোট ৫টি শিরোপা জিতেছেন। তবে, রোহিতের ক্যাবিনেটে রয়েছে আরও একটি ট্রফি। ২০০৯ সালে দ্বিতীয় আইপিএল মৌসুমে ডেকেন চার্জারসের হয়ে শিরোপা জিতেছিলেন রোহিত শর্মা। ডেকান চার্জারসের হয়ে রোহিত খেলেছেন মোট তিনটি সিজন। ২০০৯ সালেই তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়, যা তাঁর নেতৃত্বগুণের প্রথম বড় স্বীকৃতি।

Read More: বছর শেষে শোকের ছায়া সিকান্দার রাজার পরিবারে, ১৩ বছরের ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়লেন তারকা !!

মালকিনের প্রেমে পড়েন রোহিত

রোহিত শর্মা
Gayatri Reddy | Image: Twitter

২০০৯ সালে শিরোপা অর্জনকারী রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ারে নাম জড়িয়েছিল ডেকান চার্জার্সের মালিক পরিবারের সদস্য গায়ত্রী রেড্ডির সঙ্গে। গায়ত্রী রেড্ডি হলেন ডেকান ক্রনিকলের মালিক টি ভেঙ্কটরাম রেড্ডির কন্যা। আইপিএল ২০০৮ সালে ডেকান চার্জার্স দলে সক্রিয় ভাবে ভূমিকা পালন করেছিলেন গায়ত্রী। আইপিএলের নিয়ম ভাঙ্গায় ২০১২ সালে আইপিএল থেকে নিষিদ্ধ হয়ে যায় সানরাইজার্স দল। বেশ কিছু সূত্রের দাবি, আইপিএল শুরুর দিকে নাকি রোহিত শর্মার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল গায়েত্রীর। এমনটাও শোনা গিয়েছে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে রোহিত নিজের ক্যারিয়ারের দিকে বেশি নজর দেন এবং গায়েত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কমতে থাকে এবং ধীরে ধীরে আইপিএল থেকে ব্যান হওয়ার পর  গায়ত্রী রেড্ডিও আইপিএলের আড়ালেই চলে যান। পরবর্তীতে সান টিভি নেটওয়ার্কের অধীনে সানরাইজার্স হায়দ্রাবাদ নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাত্রা শুরু করে।

Read Also: বেন স্টোকসদের অতিরিক্ত মদ্যপান-উদ্দাম পার্টি, দলের ব্যর্থতা নিয়ে রিপোর্ট দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *