রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই বছরের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। সেই সময় বিসিসিআইয়ের রাজনীতির শিকার হয়েছেন তারা বলে জল্পনা তৈরি হয়েছিল। ওডিআই ক্রিকেটেও টিকে থাকতে হলে এই দুই তারকাকে নিজেদের প্রমাণ করতে হবে বলেই নির্বাচকরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন।
রো-কো জুটিকে বর্তমানে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করার জন্য কার্যত বাধ্য করেছেন তারা। আজ বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025) ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত শর্মা। এবার নিজেকে আবারও প্রমাণ করায় ফিরতে চলেছেন নেতৃত্বের দায়িত্বে।
Read More: ফর্মে না থাকাই হল কাল, বিশ্বকাপে দলে থেকেও নেতৃত্ব হারালেন সূর্যকুমার যাদব !!
রোহিতের দুরন্ত ইনিংস-

দীর্ঘ ৭ বছর পর আবারও বিজয় হাজারে ট্রফিতে ফিরলেন রোহিত শর্মা। তিনি আজ মুম্বাইয়ের হয়ে সিকিমের বিপক্ষে মাঠে নামেন। ম্যাচে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছিল সিকিম। এই রান তাড়া করতে নেমে অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuwanshi) সঙ্গে ওপেনিং করতে নামেন রোহিত। রঘুবংশী ৩৮ রানে আউট হয়ে গেলেও হিটম্যান একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
মাত্র ৬২ বলে শতরানের গন্ডি স্পর্শ করেন। ম্যাচে ৯৪ বলে করেন মোট ১৫৫ রান। ইনিংসটি ৯ টি ছক্কা এবং ১৮ টি চার দিয়ে সাজিয়েছিলেন। এর ফলে ৮ উইকেটে মুম্বাই বিশাল জয় তুলে নেন। অন্যদিকে দিল্লির হয়ে আজ বিজয় হাজারে ট্রফিতে মাঠে নেমে বিরাট কোহলিও জ্বলে ওঠেন। তিনি ১০১ বলে ১৩১ রান করেন। তার ব্যাট থেকে ১৪ টি চার এবং ৩ টি ছক্কা এসেছে।
নেতৃত্বের দায়িত্বে ফিরছেন রোহিত-

এই বছর অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series)!সফরের আগে রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার পরিবর্তে শুভমান গিলকে (Shubman Gill) অজিদের বিপক্ষে একদিনের সিরিজে নেতৃত্বে দায়িত্ব সামলাতে দেখা যায়। এই সিরিজের ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন হিটম্যান। তিনি তৃতীয় ম্যাচে অপরাজিত ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেন। এছাড়াও ৩ ম্যাচে মোট ২০২ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষেও ওডিআই সিরিজে সম্প্রতি ২ টি দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন এই তারকা। এবার ঘরোয়া ক্রিকেটে আবারও নিজেকে প্রমাণ করলেন। ফলে গিলকে সরিয়ে এবার রোহিত শর্মাকে জাতীয় ওডিআই দলের নেতৃত্বে ফিরিয়ে আনার জন্য কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরাজেই এই দায়িত্ব পেতে পারেন তিনি। ২০২৭ একদিনের বিশ্বকাপে (ODI WC 2027) তাকে সামনে রেখেই কৌশল তৈরি করতে চাইছেন নির্বাচকরা।