গত বছর আইসিসির (ICC) গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) মাঠে নামতে চলেছে ভারতীয় দল। এরপর ২০২৭ সালে রয়েছে হাইভোল্টেজ একদিনের বিশ্বকাপ (ODI WC 2027)। ফলে বিসিসিআই (BCCI) সম্পূর্ণরূপে একটি ওডিআই দল প্রস্তুত করার জন্য মাঠে নেমে পড়েছে। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে শুভমান গিলকে (Shubman Gill) নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়। এই তরুণ ব্যাটসম্যানের তত্ত্বাবধানেই সম্প্রতি অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) মাটিতে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। তবে তিনি সেইভাবে দলকে ভরসা দিতে ব্যর্থ হয়েছেন। ফলে এবার নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে আসন্ন একদিনের সিরিজে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে মাঠে নামবে ভারতীয় দল।
Read More: নেতৃত্বের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা, বিজয় হাজারে ট্রফির বিধ্বংসী ইনিংসে বদলে গেল ভাগ্য !!
নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে ভারত-

২০২৭ বিশ্বকাপের আগে বিসিসিআই একটি শক্তিশালী স্থায়ী ভারসাম্যপূর্ণ স্কোয়াড প্রস্তুত করা চেষ্টা করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুভমান গিলকে সামনে রেখে দল সাজিয়েছিলেন অজিত আগরকর (Ajit Agarkar)। তবে এই সিরিজে ২-১ ব্যবধানে ব্লু ব্রিগেডরা লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে। এবার আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে চলেছে ভারত। এই সফরে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে কিউইরা। সিরিজটি শুরু হবে ১১ জানুয়ারি থেকে।
IND vs NZ ওডিআই ম্যাচের সময়সূচি-
প্রথম ম্যাচ- ১১ জানুয়ারি, ২০২৬ : কোটাম্বি, গুজরাট (সময় দুপুর ১:৩০)
দ্বিতীয় ম্যাচ- ১৪ জানুয়ারি, ২০২৬: সৌরাষ্ট্র (সময় দুপুর ১:৩০)
তৃতীয় ম্যাচ- ১৮ জানুয়ারি, ২০২৬: ইন্দোর (সময় দুপুর ১:৩০)
নেতৃত্বে ফিরছেন রোহিত-

শুভমান গিল টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর তাকে ২০ ওভারের বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও তার সাম্প্রতিক সময় চোট সমস্যা নির্বাচকদের চিন্তার মধ্যে রেখেছে। এর মধ্যেই আবার বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠে নিজেকে প্রমাণ করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি মুম্বাইয়ের হয়ে গতকাল ব্যাট করতে নেমে ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তার ব্যাট থেকে ৯ টি ছক্কা এবং ১৮ টি চার এসেছিল।
ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় নির্বাচকরা আবার হিটম্যানকে একদিনের দলের অধিনায়ক হিসাবে ফিরিয়ে আনতে চলেছেন বলে খবর সামনে এসেছে। অন্যদিকে বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলিও (Virat Kohli) ব্যাট হাতে নিজের দক্ষতার পরিচয় দেন। তিনি ব্যাট হাতে ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেন। ১৪ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকান এই তারকা।
ভারতের সম্ভাব্য দল-
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি (সহ অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণা