বাদ গিল, ২০২৭ ওডিআই বিশ্বকাপে নেতৃত্বের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা !! 1

ভারতীয় দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2027) জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে বিসিসিআই (BCCI) ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) নিয়েও কৌশল সাজাচ্ছে। বর্তমানে চলতি নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের ওপর নজর রয়েছে নির্বাচকদের। গত বছর অস্ট্রেলিয়া সফরের আগে হঠাৎ করে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে গিলকে (Shubman Gill) নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়েছিল। সিদ্ধান্ত সেই সময় রীতিমতো সমালোচনার মুখে পড়ে। এই তরুণ ব্যাটসম্যান এখনও পর্যন্ত ওডিআই দলের অধিনায়ক হিসেবে নিজের দক্ষতার পরিচয় দিতে পারেননি। ফলে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন জাতীয় নির্বাচকরা।

Read More: নীতিশ-হর্ষিতকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ধ্বংস করছেন গম্ভীর, ভক্তরা তুলছেন প্রশ্ন !!

ব্যর্থ গিল-

গম্ভীর শুভমান গিল
Shubman Gill | Image: Getty Images

শুভমান গিল ওডিআই ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করছেন। কিন্তু অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে একেবারেই প্রভাব ফেলতে পারছেন না। অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরে ভারতীয় দল একদিনের সিরিজে ২-১ ব্যবধানে হারের সম্মুখীন হয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জয় করলেও গিলের নেতৃত্বে নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।

তাকে চাপের মুখে একাধিক সিদ্ধান্তের জন্য রোহিত শর্মার সঙ্গে আলোচনা পর্যন্ত করতে দেখা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষেও ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। এই ম্যাচে গিল গুরুত্বপূর্ণ সময় ৫৬ রান করলেও দায়িত্ব নিয়ে দলকে ভরসা দিতে পারেননি। হর্ষিত রানা (Harshit Rana) এবং প্রসিদ্ধ কৃষ্ণার‌ (Prasidh Krisna) মতো তারকা ব্যর্থ হলেও নীতিশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) বোলিং করার বেশি সুযোগ দেননি গিল। ফলে ব্লু ব্রিগেডরা ৭ উইকেটে বিশাল ব্যবধানে হারের সম্মুখীন হয়েছিল।

নেতৃত্বে ফিরছেন রোহিত-

বাদ গিল, ২০২৭ ওডিআই বিশ্বকাপে নেতৃত্বের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা !! 2
Rohit Sharma | Image: Twitter

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) হিটম্যানের নেতৃত্বে ভারতীয় দল শিরোপা জয় করে। এর আগে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে ব্লু ব্রিগেডরা ট্রফি নিজেদের দখলে করেছিল। ২০২৩ ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন রোহিত (Rohit Sharma)। ফলে তার মতো একজন অভিজ্ঞ অধিনায়ক যেকোনো সময় দলকে বিপদ থেকে বাইরে নিয়ে আসতে পারেন। ফলে আসন্ন ওডিআই বিশ্বকাপে এই তারকাকেই নেতৃত্বের দায়িত্বে ফিরিয়ে আনা হতে পারে বলেই খবর সামনে এসেছে।

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ৫৬ টি ওডিআই ম্যাচে মাঠে নেমেছিলেন। তার মধ্যে ৪২ টি ম্যাচে ব্লু ব্রিগেডরা জয় পেয়েছে। এখনও পর্যন্ত এই তারকা একদিনের ক্রিকেটে ২৮১ ম্যাচে সংগ্রহ করেছেন ১১,৫৬৬ রান। উল্লেখ্য ২০২৭ ওডিআই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া আয়োজন করবে। এই টুর্নামেন্টে মোট ১৪ টি দলকে অংশগ্রহণ করতে দেখা যাবে।

Read Also: ‘অ‌ওকাতের মধ্যে থাক..’, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বৈভব সূর্যবংশী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *