অধিনায়ক রোহিত, ভরসা বিরাট-রাহুল, ইংল্যান্ডের বিপক্ষে ODI সিরিজের জন্য প্রকাশ্যে এলো ভারতীয় দল !! 1

ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দল শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে দাপটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই সিরিজে ব্লু ব্রিগেডরা বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে ড্র করতে সক্ষম হয়। এরপরই এবার ইংলিশ বাহিনীদের বিপক্ষে ভারতীয় দল গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজে মুখোমুখি হবে। তার জন্য ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) একটি ১৫ সদস্যের দল প্রায় গুছিয়ে এনেছে। ২০২৭ একদিনের বিশ্বকাপের (ODI WC 2027) আগে এই ওডিআই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলের বিষয়ে একাধিক তথ্য সামনে এলো।

Read More: বাদ সঞ্জু স্যামসন, ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান !!

নেতৃত্ব দেবেন রোহিত-

অধিনায়ক রোহিত, ভরসা বিরাট-রাহুল, ইংল্যান্ডের বিপক্ষে ODI সিরিজের জন্য প্রকাশ্যে এলো ভারতীয় দল !! 2
Rohit Sharma | Images: Getty Images

ভারতীয় দল (IND vs ENG) আগামী বছর ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সহ ৩ ম্যাচের গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজে অংশগ্রহণ করবে। ১৪ জুলাই থেকে এজবাস্টনে শুরু হবে একদিনের সিরিজে প্রথম হাইভোল্টেজ ম্যাচ। এই গুরুত্বপূর্ণ সিরিজে এবার রোহিত শর্মাকে (Rohit Sharma) সামনে রেখেই দল সাজাচ্ছেন নির্বাচকরা। হিটম্যান টি-টোয়েন্টর পর টেস্ট ক্রিকেট থেকেও সম্প্রতি অবসর ঘোষণা করেছেন। এর ফলে মনে করা হচ্ছিল তিনি একদিনের ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন।

তবে ২০২৭ ওডিআই বিশ্বকাপে (ODI WC 2027) রোহিত শর্মার (Rohit Sharma) মতো অভিজ্ঞ অধিনায়ককেই প্রথম পছন্দ বিসিসিআইয়ের (BCCI)। তার নেতৃত্বে ২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছিল ব্লু ব্রিগেডরা। এরপর এই বছর দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এই টুর্নামেন্টের ফাইনালে ৭৬ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন।‌ উল্লেখ্য এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭৩ টি ওডিআই ম্যাচে ১১,১৬৮ রান সংগ্রহ করেছেন হিটম্যান। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান যিনি ওডিআই ফরম্যাটে তিনটি ডবল সেঞ্চুরির মালিক।

সহ অধিনায়ক গিল-

shubman-gill-on-his-captaincy-style, team india শুভমান গিল
Shubman Gill | Image: Getty Images

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ওডিআই সিরিজে শুভমান গিলকে (Shubman Gill) সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে বলে জানা যাচ্ছে। রোহিত শর্মার পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে সম্প্রতি তাকে বেছে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন এই তরুণ তারকা। তিনি ব্যাট হাতে করেন একের পর একের রেকর্ড। ৫ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭৫৪ রান। এর সঙ্গেই রোহিত শর্মার (Rohit Sharma) পর গিলকে (Shubman Gill) ভারতীয় দলের একদিনের অধিনায়ক হিসাবে দেখছেন নির্বাচকরা।

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ওডিআই সিরিজে ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হিসাবে থাকতে চলেছেন কেএল রাহুল (KL Rahul) এবং বিরাট কোহলি (Virat Kohli)। বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে সম্প্রতি টেস্ট সিরিজে ৫ ম্যাচে ৫৩২ রান সংগ্রহ করেন দুরন্ত ফর্মে রয়েছেন রাহুল। অন্যদিকে কোহলি‌ (Virat Kohli) শুধুমাত্র ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য নিজেকে সম্পূর্ণ রূপে প্রস্তুত করছেন। তার মতো ব্যাটসম্যান দলে থাকা বিপক্ষদের সবসময় অনেকটাই চাপের মুখে ফেলে দেয়। এখনও পর্যন্ত কিং কোহলি ভারতের হয়ে ৩০২ টি ওডিআই ম্যাচে ১৪,১৮১ রান সংগ্রহ করেছেন।

সম্ভাব্য ভারতীয় ওডিআই দল-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল‌, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী

Read Also: “এক হাতে ছক্কা হাঁকাবো..”, প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগরাজ সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *