IPL 2015: সফলভাবে ক্রিকেট ভক্তদের মন জয় করে এগিয়ে চলেছে আইপিএলের ১৮ তম মরসুম। একমাত্র দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একটিও ম্যাচে না হেরে পরপর জয় তুলে নিয়েছে। অন্যদিকে চলতি টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে নতুন করে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ঘুরে দাঁড়াবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বর্তমানে তারা ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় নিচের দিকে চলে গেছে। এবার দলের প্রাক্তন অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাও (Rohit Sharma) টুর্নামেন্টের বাইরে চলে যেতে চলেছেন।
Read More: সমর্থকদের সাথে হাতা-হাতি খুশদিল শাহ’র, মাউন্ট মঙ্গানুইতে ইন-জামামের স্মৃতি ফেরা-লেন পাক তারকা !!
অনিশ্চিত রোহিত শর্মা-

মুম্বাই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG vs MI) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে ১২ রান রানে পরাজিত হয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এই গুরুত্বপূর্ণ মহারণে রোহিত শর্মা (Rohit Sharma) দলের একাদশে ছিলেন না। যা নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের ঝড় ওঠে। তবে হার্দিক পান্ডিয়া টসের সময় স্পষ্ট জানিয়ে দেন যে হাঁটুর চোটের কারণেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ককে একাদশের বাইরে রাখা হয়েছে। ম্যাচ শেষে প্রধান কোচ মহেলা জয়াবর্ধনেও (Mahela Jayawardene) রোহিত শর্মার চোটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বর্তমানে মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়কের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় অধিনায়ক চোটের কারণে ভালোভাবে হাঁটতেই পারছেন না। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বাইরে চলে যাবেন বলে মনে করা হচ্ছে।
খারাপ সময় কাটছে না মুম্বাইয়ের-

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আসার পর থেকে দলকে সেইভাবে সাফল্য এনে দিতে পারেননি। গত বছর ৫ বারের চ্যাম্পিয়নরা ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় একেবারে নিচে শেষ করেছিল। এই বছর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) চেপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে ৪ উইকেটে হারের সম্মুখীন হয়। এরপর গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে ৩৬ রানে পরাজিত হয়ে হার্দিক পান্ডিয়া সমালোচনার মুখে পড়েন। তবে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে ঘরের মাঠে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল মুম্বাই। কিন্তু শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে হারার সম্মুখীন হয়ে কোণঠাসা হয়ে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।