ব্যত হাতে ব্যর্থ রোহিত শর্মা, প্রাক্তন 'ক্যাপ্টেন'কে বাদ দিয়েই লখনৌয়ের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স !! 1

IPL 2025: আইপিএলে দল বদল স্বাভাবিক ঘটনা হলেও একটি দলের হয়ে দীর্ঘদিন ধরে অনেক তারকা ক্রিকেটার নিজেদের উজাড় করে দিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমে দলকে আত্মবিশ্বাস দিচ্ছেন। একবারও ট্রফি এনে দিতে না পারলেও ব্যাটসম্যান বিরাট কোহলির (Virat Kohli) ওপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ভরসা রেখেছ। তবে মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার পর এবার সূত্র অনুযায়ী একাদশ থেকেও বাদ দেওয়া হচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)।

বিদায় বেলায় রোহিত শর্মা-

ব্যত হাতে ব্যর্থ রোহিত শর্মা, প্রাক্তন 'ক্যাপ্টেন'কে বাদ দিয়েই লখনৌয়ের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স !! 2
Rohit Sharma | Image: Getty Images

অধিনায়ক হিসেবে পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ট্রফি এনে দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু গত বছর তার থেকে অধিনায়কত্বের পদ কার্যত ছিনিয়ে নেয় কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে দলের হয়ে ব্যাট হাতে ওপেনার হিসেবেও ব্যর্থ হচ্ছেন ভারতীয় অধিনায়ক। ফলে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে এই তারকা ব্যাটসম্যান প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে শূন্য রানে আউট হন। এরপর গুজরাট টাইটান্সের বিপক্ষে তার ব্যাট থেকে ৮ রান এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১৩ রান এসেছে।

রোহিতের কথায় আক্ষেপের সুর-

ব্যত হাতে ব্যর্থ রোহিত শর্মা, প্রাক্তন 'ক্যাপ্টেন'কে বাদ দিয়েই লখনৌয়ের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স !! 3
Rohit Sharma with Zaheer Khan and Rishabh Pant | Image: Getty Images

রোহিত শর্মাকে পিছন দিক থেকে ঋষভ পান্থ জড়িয়ে ধরেছেন এইরকম একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি মুম্বাই ইন্ডিয়ান্স নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এই ভিডিওটিতেই লখন‌উয়ের মেন্টর জাহির খানের সঙ্গে রোহিত শর্মার একটি কথোপকথন সামনে এসেছে। ভারতীয় অধিনায়ক আক্ষেপের সুরে বলছেন, “যখন আমার কিছু করার ছিল দায়িত্বের সঙ্গে করেছি, এখন আমার কিছু করার দরকার নেই।” সম্ভবত তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের নিজের বর্তমান অবস্থা নিয়ে এই আক্ষেপ প্রকাশ করেছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে ১৬০ ম্যাচে ৬৬৪৯ রান সংগ্রহ করেছেন রোহিত শর্মা।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-

র‌্যায়ান রিকেলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, দিপক চাহার, অশ্বনী কুমার, ভিগনেশ পুথুর, ট্রেন্ট বোল্ট

ইম্প্যাক্ট প্লেয়ার- রোহিত শর্মা/করবিন বোশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *