অধিনায়কত্ব ছাড়ছেন শুভমান গিল, আবার রোহিত শর্মা পাচ্ছেন দায়িত্ব !! 1

ভারতের মতো শক্তিশালী ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানো সহজ বিষয় নয়। রোহিত শর্মা (Rohit Sharma) সাম্প্রতিক সময় নেতৃত্বে দায়িত্বে থেকে দেশকে একাধিক সম্মান এনে দিয়েছেন। তবে এর মধ্যেই ২০২৭ বিশ্বকাপের (ODI WC 2027) আগে শুভমান গিলকে (Shubman Gill) ভারতীয় ওডিআই দলে অধিনায়ক হিসেবে নিয়ে এসে চমক দিয়েছে বিসিসিআই (BCCI)। অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে চলতি ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তাকে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল। এই ম্যাচে দল লজ্জাজনক হারের সম্মুখীন হয়। ফলে এবার সূত্র অনুযায়ী দ্বিতীয় ওডিআই ম্যাচে রোহিতকে আবার এই দায়িত্বে ফিরেয়ে আনা হচ্ছে।

Read More: “গম্ভীরের এই ভুলের ক্ষমা নেই..”, কুলদীপ যাদবকে একাদশে জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ রবি আশ্বিন !!

ভারতের লজ্জাজনক হার-

Ind vs aus
IND vs AUS | Image: Getty Images

রোহিত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর শুভমান গিলকে লাল বলের ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব আনা হয়েছিল। এরপর একদিনের ক্রিকেটেও অধিনায়কত্বের দায়িত্ব এই তরুণ তারকার উপর তুলে দিয়েছেন কর্মকর্তা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পার্থে রীতিমতো হতাশ করেছেন গিল। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময় মাত্র ১৮ বলে ১০ রান করে মাঠ ছাড়েন এই তারকা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ২৬ ওভার পর্যন্ত কমিয়ে আনা হয়েছিল। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি (Virat Kohli) টপ অর্ডারে হাল ধরতে না পারায় দল এক সময় চাপের মুখে পড়ে যায়। শেষ পর্যন্ত কেএল রাহুল (KL Rahul) এবং অক্ষর প্যাটেলের (Axar Patel) ব্যাটিংয়ে ভর করে ভারতীয় দল ১৩৬ রানে পৌঁছায়। ডিএল‌এস মেথডের কারণে ১৩১ রান লক্ষ্যমাত্রা দেওয়া হয়। এই রান তাড়া করতে নেমে অধিনায়ক মিচেল মার্শের (Mitchell Marsh) দুরন্ত ব্যাটিং’এ ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।

অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত-

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। তার হাত ধরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) ভারতীয় দল ট্রফি জয় করে। এই বছর চ্যাম্পিয়ন ট্রফিতেও (Champions Trophy 2025) সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ব্লু ব্রিগেডরা। হিটম্যান দলকে নেতৃত্ব দিয়ে ২০২৩ ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। বর্তমানে টেস্ট ক্রিকেটের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে এই তারকা বর্তমানে ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন।

ফলে শুভমান গিল (Shubman Gill) ব্যর্থ হওয়ায় নির্বাচকরা নিজেদের ভুল শুধরে আবারও রোহিত শর্মাকে একদিনে ক্রিকেটের নেতৃত্বে ফিরিয়ে আনতে চলেছেন বলে খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী গিল চাপের এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। অ্যাডিলেডে এই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব আসবেন হিটম্যান। উল্লেখ্য তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ২৭৪ টি ওডিআই ম্যাচে ১১,১৬৭ রান সংগ্রহ করেছেন।

Read Also: “ওদের জন্যেই হেরেছি..”, ম্যাচ হেরে বিরাট-রোহিতকে তুলোধোনা করলেন অধিনায়ক শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *