"ব্যাটিং লাইনআপ ভুগবে..." বিশ্বকাপের আগে সূর্যকুমারকে নিয়ে চিন্তার ভাঁজ রোহিত শর্মার কপালে, করলেন এই মন্তব্য !! 1

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অপ্রত্যাশিত হারের পর ভারতীয় শিবিরে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট। ঠিক এমন সময়েই শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ- যাকে বিশ্বকাপের আগে শেষ বড় প্রস্তুতি হিসেবেই দেখছে টিম ইন্ডিয়া। কিন্তু এই সিরিজ শুরুর আগেই চিন্তার ভাঁজ পড়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে। ইতিমধ্যেই কিউইদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে যেখানে ক্যাপ্টেন সূর্যের ব্যাট থেকে এসেছে ৩২ রান।

সূর্যকুমার যাদবের ফর্মে উদ্বিগ্ন রোহিত

"ব্যাটিং লাইনআপ ভুগবে..." বিশ্বকাপের আগে সূর্যকুমারকে নিয়ে চিন্তার ভাঁজ রোহিত শর্মার কপালে, করলেন এই মন্তব্য !! 2
Suryakyumar Yadav | Image: Getty Images

টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্য একসময় ছিলেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যাটার। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটে ধারাবাহিকতা নেই। সেই বিষয়টিই এবার প্রকাশ্যে তুলে ধরলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর স্পষ্ট বার্তা—অধিনায়কত্ব নয়, সূর্যের ব্যাটিং ফর্মই এখন ভারতের সবচেয়ে বড় উদ্বেগ। রোহিত বলেন, “সূর্য যদি ভালো না খেলে, তাহলে আমাদের ব্যাটিং লাইনআপ ভুগবে। সাত-আটজন ব্যাটার থাকা সত্ত্বেও একজন কমে গেলে চাপ পড়বেই।” এই মন্তব্যে স্পষ্ট, সূর্যের রান না পাওয়া মানেই ভারতের ব্যাটিং পরিকল্পনায় ফাঁক তৈরি হওয়া। বর্তমান টিম ইন্ডিয়ায় টপ অর্ডার ও মিডল অর্ডারের ভারসাম্য অনেকটাই সূর্যের ওপর নির্ভরশীল।

Read More: ভারতের বিরুদ্ধে ব্যর্থতার খেসারত, বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ প্রিমিয়াম পাকিস্তানি পেসার !!

সূর্যকুমারকে নিয়ে বাড়ছে চাপ

"ব্যাটিং লাইনআপ ভুগবে..." বিশ্বকাপের আগে সূর্যকুমারকে নিয়ে চিন্তার ভাঁজ রোহিত শর্মার কপালে, করলেন এই মন্তব্য !! 3
Suryakumar Yadav | Image: Getty Images

দ্রুত রান তোলা, স্পিনারদের চাপে ফেলা এবং শেষের দিকে ম্যাচ ফিনিশ করার ক্ষমতা, সব মিলিয়ে সূর্য ভারতের ব্যাটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাঁর ব্যর্থতা মানেই প্রতিপক্ষের পরিকল্পনা অনেক সহজ হয়ে যাওয়া। তবে সূর্যের অধিনায়কত্ব নিয়ে কোনও সন্দেহ রাখেননি রোহিত। তিনি জানিয়েছেন, সূর্য সতীর্থদের ভালোভাবে বোঝে এবং দলের পরিবেশ ইতিবাচক রাখতে জানে। তাঁর অধিনায়কত্বে ৭২ শতাংশ ম্যাচ জেতা নিঃসন্দেহে বড় প্রাপ্তি। অন্যদিকে তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দরের চোট নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে তাঁদের সম্ভাব্য বিকল্পদের মানিয়ে নেওয়ানো এই সিরিজে করতে হবে। আর এই পরীক্ষার কেন্দ্রবিন্দুতেই থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

Read Also: নাগপুরে দাপুটে পারফরম্যান্স টিম ইন্ডিয়ার, ৪৮ রানে প্রথম ম্যাচ জিতলো স্কাই বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *