Rohit Sharma: ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরমেন্স লক্ষ করা গেল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল খুবই সাধারণ। ৩৬ বহর পর ভারতে প্রথম টেস্ট জিতলো নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় টেস্টের কথা বলতে গেলে, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। প্রথমে ব্যাটিং করতে এসে ২৫৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ভারতীয় দলের হয়ে তিন উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
Read More: দ্বিতীয় টেস্টে ২৫৯ রানে শেষ হলো নিউজিল্যান্ডের প্রথম ইনিংস, দিন শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া !!
পাশাপশি দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের স্কোয়াডে কামব্যাক করেন ওয়াসিংটন সুন্দর এবং দ্বিতীয় টেস্টেই খেলার সুযোগ পান তিনি। খেলার সুযোগ পেয়ে দ্বিতীয় ও তৃতীয় সেশনে কিউই দলের ৭ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান। নিউজিল্যান্ড দলের হয়ে সর্বাধিক ৭৬ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে এবং দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন রচীন রবীন্দ্র। ব্যাট হাতে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। ভারতীয় দলের হয়ে ৬৪ রানে ৩ উইকেট তুলে নেন অশ্বিন এবং ৫৯ রানে ৭ উইকেট তুলে নেন সুন্দর।
খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত
ভারতীয় দলের রুদ্ধশ্বাস বোলিং পারফরমেন্সের পর টিম ইন্ডিয়া জবাবে ব্যাটিং করতে এসে রিতিমতন সমস্যার সম্মুখীন হয়েছে। দিনের শেষে ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন প্রশ্ন ছুড়ে দেন কিউই দলের দুই পেসার টিম সাউদি এবং উইলিয়াম ও রোকে। প্রথম দুই ওভারে কোনো রান না আসার পর তৃতীয় ওভারে আবার একবার টিম সাউদির সামনে নিজের উইকেট হারিয়ে ফেলেন রোহিত (Rohit Sharma)। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৪ বার হিটম্যানকে প্যাভিলিয়নে ফেরালেন সাউদি। ১ রানে ১ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া।