আজ সিডনিতে ভারত তাদের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চলেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বদলি লক্ষ করা গেল, শেষ টেস্টে ক্যাপ্টেন হিসাবে দেখতে পাওয়া গেল জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। টস জিতে সিডনিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বুমরাহ। চলতি টেস্ট সিরিজে ভারতীয় দল ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এর আগে ভারতকে গত তিনটি ম্যাচে ব্যাকফুটে রেখেছিল অস্ট্রেলিয়া দল। মেলবোর্নে সমাপ্ত হওয়া চতুর্থ ম্যাচটি শীঘ্রই ভুলে যেতে চাইবে ভারতীয় দল। সিরিজের পঞ্চম ম্যাচটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের উপরে নির্ভর করে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার চাবিকাঠি। যদিও ভারতীয় দলকে ভাগ্যের উপরে নির্ভর করতে হবে।
কার্যত সিডনি টেস্টের পর ভারতকে আগামী জুন মাসের আগে পর্যন্ত কোন প্রকার টেস্ট সিরিজ খেলতে দেখা যাবে না। অন্যদিকে অস্ট্রেলিয়া এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে শ্রীলংকার মুখোমুখি হতে চলেছে। অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে শ্রীলঙ্কাকে অবশ্যই একটি ম্যাচে পরাস্ত করতে হবে। এই পরিস্থিতিতে দুই দলের (ভারত ও অস্ট্রেলিয়া) কাছেই ফাইনালে পৌঁছানোর রাস্তা খুব বেশি সহজ নয়।
পঞ্চম টেস্ট না খেলার সিদ্ধান্ত নিলেন রোহিত
জল্পনা ছিল! আর সেটাই সত্যি হল। সিডনি টেস্টে ‘বিশ্রাম’ নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পঞ্চম টেস্টের আগে ঋষভ পন্থকে নিয়েও তৈরি হয়েছিল জল্পনা, রোহিত বাদ গেলেও পঞ্চম ম্যাচে উপলব্ধ রয়েছেন তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান। সিডনি টেস্টে দলে ফিরেছেন শুভমান গিল (Shubman Gill)। এর আগে চতুর্থ টেস্ট ম্যাচে দলের ভারসাম্য রক্ষার লড়াইয়ে গিলকে বাদ পড়তেও হয়েছিল। দুই পরিবর্তন নিয়ে নেমেছে টিম ইন্ডিয়া, রোহিতের পাশাপশি, বাংলার তারকা পেসার আকাশ দীপ (Akash Deep) চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন এবং তার জায়গা নিয়েছেন প্রসিধ কৃষ্ণা।
টসের সময় রোহিত যে ‘বাদ’ পড়েছেন তা স্বীকার করেননি বুমরাহ। বরং তিনি রোহিত ‘বিশ্রাম’ নিয়েছেন বলেই আখ্যা দিয়েছেন। তার বদলে শুভমান সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে প্রস্তুত। এই প্রথম নয়, এর আগে প্রথম টেস্টেও বুমরাহ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ম্যাচে অবশ্য রোহিতকে দেখতে পাওয়া যায়নি। দ্বিতীয় টেস্টে অবসর ফিরে আসেন রোহিত। চলতি সিরিজে ব্যাট হাতে রোহিত ৩ ম্যাচের ৫ ইনিংসে ৬.২ গড়ে ৩১ রান বানাতেই সক্ষম হয়েছিলেন। এবার তাঁর অবসর নিয়ে তুঙ্গে উঠল জল্পনা।