Rohit Sharma: ২০১২ সালের পর ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল। ১১ বছর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ২-১ ব্যাবধানে টেস্ট সিরিজে পরাজিত হওয়ার পর প্রায় ৪৩৩১ দিন পরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতলো ভ্রমণকারী কোনো দল। মুছে গেল ভারতের মাটিতে অপ্রতিরোধ্যের তকমা। টানা ১৮ সিরিজ জয়লাভ পর অবশেষে ভাররের ছন্দপতন ঘটলো নিউজিল্যান্ডের হাতে। দীর্ঘ ৬৯ বছরে এটাই তাদের প্রথম টেস্ট সিরিজ জয়।
ভারতীয় দলের ব্যাটসম্যানদের নিয়ে বেড়ে চলেছে চিন্তা
তবে, ১২ বছরে এমন একটা সিরিজ হতেই পারে বলে মন্তব্য করে জানালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচেই ভারতীয় দলের ব্যাটিং প্রদর্শন ছিল অতি সাধারণ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে কেবলমাত্র ৪৬ রান বানাতে সক্ষম হয়েছিল টিম ইন্ডিয়া। পেস বোলারদের সহায়ক উইকেটে নিতান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের ব্যাটিং অর্ডার। এমনকি দ্বিতীয় টেস্টে ও তার ঝলক দেখতে পাওয়া যায়। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৯ রানের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল টিম ইন্ডিয়া। তবে জবাবে ব্যাটিং করতে আসা ভারতীয় দল ১৫৬ রানের মধ্যেই তাদের ১০ উইকেট হারিয়ে ফেলে। স্পিনাদের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং ছিল বেসামাল। দলের এরূপ ব্যাটিং পারফরমেন্সের পরেও ক্যাপ্টেন রোহিত চিন্তার কোনো বিষয় দেখছেন না বলে জানিয়ে দিয়েছেন।
Read More: WTC ফাইনালের স্বপ্নভঙ্গ টিম ইন্ডিয়ার, ‘ভিলেন’ নিউজিল্যান্ডের জন্য মেলাতে হবে এই সমীকরণ !!
সাংবাদিক বৈঠকে রোহিত জানান, “আমার মনে হয়, ১২ বছরে একবার এরকম পারফর্ম করার অনুমোদন রয়েছে! ১২ বছর ধরে যদি এভাবে ভেঙে পড়ত (ব্যাটিং), তাহলে হয়তো জিততে পারতাম না। ভারতে আমাদের উপর ভক্তদের প্রচুর প্রত্যাশা রয়েছে। আমরাই এই অভ্যাসটা তৈরি করেছি। এতে আপনাদের কোনো ভুল নেই, ভারতীয় ক্রিকেট দল এত দিন ধরে ভালো খেলেছে তাই প্রত্যাশার পারদ অনেকটাই বেশি থাকা উচিত।”
WTC ফাইনালে পৌঁছনো সহজ নয় ভারতের পক্ষে
কিউইদের কাছে পরাস্ত হওয়ার পর ভারতীয় দলের PTC পয়েন্ট বেশ কমে গিয়েছে। নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ছিল ৭০-এর উপর, তবে দুই ম্যাচ হারার পরেই একধাক্কায় নেমে তা দাঁড়িয়েছে ৬২.৮২-তে! যা নিঃসন্দেহে ভাববার বিষয়। ভারতকে ওয়ান খেটেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি এবং তারপর নভেম্বরের শেষের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে হবে । কিউইদের বিরুদ্ধে এই পরাজয়ের পর টিম ইন্ডিয়ার আগামী বছর লর্ডসে ডব্লিউটিসি ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।