Rohit Sharma is not happy with Jaydev unadkat bowling performance vs wi

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI vs IND) তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা শুরু করে দিয়েছে। পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারত ও ওয়েস্টইন্ডিজের মধ্যে ১০০ তম টেস্ট ম্যাচ। এই ম্যাচে, উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তবে, ভারতীয় দলের দুই ওপেনার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল আবার একটি শতরানের পার্টনারশিপ করেন, পাশাপাশি প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলির (Virat Kohli) ৫০০ তম ম্যাচটিও বেশ স্মরণীয় বানালেন বিরাট নিজেই।

Read More: বড়সড় শাস্তির মুখে ভারতীয় অধিনায়ক, ১২ মাসের জন্য হতেচলেছে ব্যান !!

৫০০’তম ম্যাচে শতরান হাঁকালেন কিং কোহলি

Virat kohli, rohit sharma
Virat Kohli | Image: Getty Images

ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেনকে নিয়ে বেশ চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। গত ৩ বছর বিরাটের টেস্ট ফর্ম নিয়ে উঠেছিল প্রশ্নচিহ্ন , তবে এবার বিদেশের মাটিতে দীর্ঘ ৫ বছর পর টেস্টে শতরান হাঁকালেন বিরাট কোহলি। নিজের ক্যারিয়ারের ৭৬ তম সেঞ্চুরি ও টেস্ট ক্রিকেটে ২৯ তম শতরান হাঁকান বিরাট ও নিজেকে এলিটদের তালিকায় সামিল করলেন। তবে, অন্যদিকে ভারতীয় ব্যাটিং ৪৩৮ রানে সমাপ্তি ঘটে। জবাবে ব্যাটিং করতে এসে ব্যাটিং সহায়ক উইকেটে বেশ দারুন পারফরম্যান্স করতে দেখা যায় উইন্ডিজ ব্যাটসম্যানদের। ক্যাপ্টেন ব্রেথওয়েট দারুন এক ইনিংসও খেলেন। যদিও তৃতীয় দিনের শেষে ২২৯ রান বানিয়ে ৫ উইকেট হারিয়েছে উইন্ডিজ দল।

রোহিতের মাথা ব্যথার কারণ এই প্লেয়ার

WI vs IND, Rohit Sharma
WI vs IND | Image: Getty Images

ভারতীয় বোলারদের ফ্লপ পারফরমেন্সের জন্যই মাথায় হাত ক্যাপ্টেন রোহিত শর্মার। ভারতীয় দলের হয়ে মহিম্মদ শামির (Mohammed Shami) জায়গায় দলে শামিল করা হয়েছিল জয়দেব উনাদকাটকে (Jaydev Unadkat)। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা বলার জয়দেব রিতিমতন পারফরমেন্স দেখাতে ব্যার্থ। দলের হয়ে সুযোগ পেয়েও ব্যার্থ তিনি, একসময় তিনি জাতীয় দলে ডাক না পেয়ে সমাজমাধ্যমে জানিয়েছিলেন তাকে লাল বলে খেলার সুযোগ দিলে তিনি লাল বলকে গর্বিত করবেন। যদিও তিনি এখনও পর্যন্ত তার প্রতিশ্রুতি রাখতে ব্যার্থ হয়েছেন এবং চলতি টেস্টে একটিও উইকেট পাননি জয়দেব। তার ক্যারিয়ারে তিনি ৪ টেস্ট খেলেছেন নিয়েছেন ৩ উইকেট, তার গড় ৭৬.৬৭ ও স্ট্রাইক রেট ১৫২.০০ যেটি খুবই নিম্নমানের একজন বোলারের কাছে।

Read Also: বিশ্বকাপে ভারতের জার্সিতে ফিরছেন ঋষভ পন্থ? বোর্ড সূত্রে জানা গেলো প্রত্যাবর্তনের দিনক্ষণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *